তাঁর জোড়া রেকর্ড ভাঙ্গা নাকি মানতে পারেননি পেলে, বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন খোদ ফুটবল সম্রাট।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ তাঁর জোড়া রেকর্ড ভাঙ্গা নাকি মানতে পারেননি পেলে, বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন খোদ ফুটবল সম্রাট। ফুটবলের সম্রাট বলা হয় তাঁকে। ব্রাজিলের হয়ে জোড়া বিশ্বকাপ ছাড়াও ব্রাজিল এবং স্যান্টোসের হয়ে তাঁর অসংখ্য গোল তাঁকে বসিয়েছে সেরার সিংহাসনে। তবে কিছুদিন আগেই সেই ব্রাজিল কিংবদন্তী পেলের জোড়া রেকর্ড ভেঙে দিয়েছে এই যুগের দুই শ্রেষ্ঠ খেলোয়াড় লায়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুনঃনিজের করা রান আউটে তৃপ্ত জাদেজা বার বার দেখতে চান সেই ভিডিও।

আর তারপরেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক। এই রেকর্ড ভাঙা নাকি মানতে পারেননি পেলে। রোনাল্ডো-মেসি তাঁর রেকর্ড ভাঙার পরই নাকি নিজের ইনস্টাগ্রামে ‘বায়ো’ আপডেট করেন ফুটবলসম্রাট। গত কয়েকদিন ধরে ফুটবলবিশ্বে এই নিয়েই আলোচনা তুঙ্গে। অবশেষে টুইট করে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন স্বয়ং সম্রাট। কোনও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এতদিন ছিল পেলেরই দখলে। স্যান্টোসের হয়ে তাঁর ৬৪৩টি গোল করার রেকর্ড সম্প্রতি ভেঙে দেন মেসি।

দেশ ও ক্লাব মিলিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় দু’নম্বরে ছিলেন পেলে (৭৫৭)। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৭৫৮) টপকে যান তাঁকে। এরপরই ফুটবলমহলে জোর চর্চা, দুই মহাতারকাকে তাঁদের এই কীর্তির স্বীকৃতি দিতে নাকি চান না পেলে। তাই নিজের ইনস্টাগ্রাম ‘বায়ো’ নাকি পাল্টে দিয়েছেন তিনি। যে বায়োতে লেখা আছে সর্বকালের সরবচ্চ গোলদাতা ও বন্ধনীতে লেখা ১২৮৩টি গোল। এই নিয়ে বিতর্ক শুরু হতেই জবাব দেন ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী ।

তাঁর জোড়া রেকর্ড ভাঙ্গা নাকি মানতে পারেননি পেলে, বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন খোদ ফুটবল সম্রাট। নিজের টুইটার হ্যান্ডেল থেকে পর্তুগিজ ভাষায় একটি পোস্ট করেন তিনি। বাংলা করলে যা দাঁড়ায়, ‘কিছু সংবাদমাধ্যমের দাবি, দুই মহাতারকা আমার রেকর্ড ভাঙার পরই নাকি আমি নিজের ইনস্টাগ্রামের বায়ো পালটেছি। এটা কিন্তু সত্যি নয়। ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রথমদিন থেকেই আমার বায়ো একই রয়েছে।’ তাঁকে নিয়ে তৈরি যাবতীয় বিতর্ক দূর করে দিলেন ফুটবল সম্রাট স্বয়ং। তাই বিতর্কের এবার অবসান হবে বলেই মনে করা হচ্ছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

Lifestyle and More...