Porimoni: মেসিকে নিয়ে পরীমনির প্রেম, নিজের মনের কথা জানালেন নায়িকা

মেসিকে নিয়ে পরীমনির প্রেম, নিজের মনের কথা জানালেন নায়িকা
Parimani's love for Messi

নজরবন্দি ব্যুরোঃ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে বিশ্বজুড়েই রয়েছে ভক্তদের উন্মাদনা। তার ভক্ত তালিকায় রয়েছে বিশ্বের অনেক দেশের লাখো-কোটি মানুষের নাম। প্রিয় তারকাকে ভালোবেসে নানা কাণ্ডই ঘটাতে দেখা যায় ভক্তদের। বর্তমান সময়ে জনপ্রিয় বাংলাদেশের নায়িকা পরীমনি ফুটবলে আর্জেন্টিনার অন্ধভক্ত।

আরও পড়ুনঃ বিশ্বকাপে ব্রাজিল দল মিনি হাসপাতাল, ক্যামেরুনের বিরুদ্ধে দলে দশ বদল কোচের

 মেসিকে নিয়ে পরীমনির প্রেম, নিজের মনের কথা জানালেন নায়িকা

মেসি বলতেই পাগল তিনি। তার পরও তার নাম শুনলেই যেন গোল হওয়ার আনন্দ পান এই অভিনেত্রী। মেসিকে নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের অভিনেত্রী। বুঝিয়ে দেন, তিনি মেসির অন্ধভক্ত। পরীমনি লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে যেন একটা গোল হয়ে যায়!’

 মেসিকে নিয়ে পরীমনির প্রেম, নিজের মনের কথা জানালেন নায়িকা
মেসিকে নিয়ে পরীমনির প্রেম, নিজের মনের কথা জানালেন নায়িকা

এর পর আরেক পোস্টে পরী লেখেন— ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিই।’ নায়িকা আরও জানান স্বামী অভিনেতা রাজ ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার খেলার দিন তাঁকে উৎসাহ জোগাতে আর্জেন্টিনার জার্সি পরে একসঙ্গে খেলা দেখতে বসে যান তাঁরা।

9

মেসিকে নিয়ে পরীমনির প্রেম, নিজের মনের কথা জানালেন নায়িকা

এই ঘটনা নিয়ে পরীমনি বলেন, ‘আমি তো মেসির পাগল। আমাকে খুশি করতে রাজও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখে। কিন্তু খেলা দেখতে বসে রাজ যেভাবে টিপ্পনী কাটে আমাকে, খেলায় হারার চেয়ে বেশি কষ্ট লাগে।’