কলকাতায় পন্থ, দিল্লি ক্যাপিটালসের শিবিরে, কথা হল পন্টিং ও সৌরভের সাথে
Pant in Kolkata, Delhi Capitals camp

নজরবন্দি ব্যুরো: ভারতে একদিকে চলছে ওডিআই বিশ্বকাপ। ইতিমধ্যেই শহরে বিশ্বকাপের ম্যাচের জন্য রয়েছেন বাবর আজমরা। শনিবার বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ। তার মাঝেই কলকাতায় শুরু হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবির।

আরও পড়ুন: ম্যাক্সির অপরাজিত ২০১ রানের ইনিংস, কী বললেন সচিন?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে দিল্লি ক্যাপিটালস দলের শিবির চলছে। সেখানেই এলেন পন্থ। শিবিরে রয়েছেন কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। তাঁকে দেখা যায় সৌরভদের সঙ্গে কথা বলতে। সৌরভই এই শিবির আয়োজন করেছেন।

IPL24: কলকাতায় পন্থ, দিল্লি ক্যাপিটালসের শিবিরে, কথা হল পন্টিং ও সৌরভের সাথে

বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। তার মাঝেই দিল্লির শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কলকাতায় ৪ দিনের প্রস্তুতি শিবির চলবে। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ পথ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ঋষভ পন্থ। মৃত্যুমুখ থেকে ফিরে আসা পন্থ এখন ২২ গজে ফেরার লড়াইয়ে রয়েছেন।

কলকাতায় পন্থ, দিল্লি ক্যাপিটালসের শিবিরে, কথা হল পন্টিং ও সৌরভের সাথে

IPL24: কলকাতায় পন্থ, দিল্লি ক্যাপিটালসের শিবিরে, কথা হল পন্টিং ও সৌরভের সাথে

বেঙ্গালুরুতে ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ছিলেন পন্থ। সেখানেই রিহ্যাব চলছিল তাঁর। এনসিএ-তে ম্যাচও খেলেন তিনি। পন্থ আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইবেন। সেই কারণে শুধু আইপিএল নয় ঘরোয়া ক্রিকেটেও খেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

IPL24: কলকাতায় পন্থ, দিল্লি ক্যাপিটালসের শিবিরে, কথা হল পন্টিং ও সৌরভের সাথে