Adenoviruses: অ্যাডিনো ঘিরে আতঙ্ক কলকাতায়, দুই হাসপাতালে বাড়ানো হল বেডের সংখ্যা

অ্যাডিনো ঘিরে আতঙ্ক কলকাতায়, দুই হাসপাতালে বাড়ানো হল বেডের সংখ্যা
Panic around Adeno in Kolkata

নজরবন্দি ব্যুরোঃ অ্যাডিনোভাইরাসকে ঘিরে আতঙ্ক শহর কলকাতায়। আর তার মধ্যেই আরও উদ্বেগের মধ্যেই সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে পর্যন্তই পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে বিসি রায় হাসপাতালেই মারা গিয়েছে চার শিশু। কলকাতা মেডিক্য়াল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দুই শিশু মারা গিয়েছে।

আরও পড়ুনঃ ফল ঘোষণার আগেই সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের উচ্ছ্বাস! এগিয়ে বাইরন

অ্যাডিনো ঘিরে আতঙ্ক কলকাতায়, দুই হাসপাতালে বাড়ানো হল বেডের সংখ্যা

সব মিলিয়ে বুধবার পর্যন্ত রাজ্যে জ্বর শ্বাসকষ্টে ৪৬টি বাচ্চার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এমন অবস্থায় স্বাস্থ‌্যভবনের সতর্কবার্তা- দু’বছরের কম বয়স জ্বর-সর্দি হলেই সর্তক হন। আর সেই বাচ্চার ফুসফুসে যদি কোনও ত্রুটি থাকে তবে চূড়ান্ত সর্তকতা নিতে হবে। শুধু অভিভাবক নয়, চিকিৎসকদেরও সতর্ক করলেন রাজ্যের স্বাস্থ‌্যকর্তারা।

অ্যাডিনো ঘিরে আতঙ্ক কলকাতায়, দুই হাসপাতালে বাড়ানো হল বেডের সংখ্যা

মঙ্গলবারের পর বুধবারেও ৮৫টি বাচ্চা বিসি রায় শিশু হাসপাতালে ভরতি হয়েছে। মেডিক্যালে ভরতি হয়েছে ১৮টি শিশু। দু’টি হাসপাতালেই বাচ্চাদের শয‌্যা সংখ‌্যা বাড়ানো হয়েছে। দু’টি হাসপাতালেই পরির্দশন করেন স্বাস্থ‌্যসচিব নারায়ণ স্বরূপ নিগম-সহ স্বাস্থ‌্য আধিকারিকরা।

অ্যাডিনো ঘিরে আতঙ্ক কলকাতায়, দুই হাসপাতালে বাড়ানো হল বেডের সংখ্যা

4

পরে স্বাস্থ‌্য সচিব জানান, বিসি রায় হাসপাতালে দ্বিতীয় ক‌্যাম্পাসে আরও ৭২টি শয‌্যা বাড়ানো হল। মেডিক‌্যালে আরও ৫০টি শয‌্যা বাড়ানো হয়েছে।