নজরবন্দি ব্যুরোঃ হোলি উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে নিজেদের মধ্যে রং আর আবির খেলার আয়োজন করেছিলেন তাঁরা। আর তা করতে গিয়েই ইসলামি কট্টরপন্থীদের হামলার শিকার হলেন পাকিস্তানের লাহোরের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়ারা।
আরও পড়ুনঃ বিমানবন্দরে শ্বাসকষ্ট কেষ্টর, সন্ধ্যের আগে কী কোনও বিপদ?
পাক পঞ্জাব প্রদেশের রাজধানী শহরে সোমবার বিকেলে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ল’কলেজ প্রাঙ্গণের ওই ঘটনায় অন্তত ১৫ জন হিন্দু পড়ুয়া জখম হয়েছেন বলে সে দেশের সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে। জানা গিয়েছে, লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আইন কলেজের হিন্দু ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ক্যাম্পাসে হোলির আয়োজন করেছিলেন।
মঙ্গলবার দুপুরে তাঁরা খেলা শুরু করেন। কিন্তু অভিযোগ, ইসলামি জমিয়ত তুলবা (IJT) নামে কট্টরপন্থী ইসলামিক ছাত্র সংগঠন বাধা দেয়। তাঁদের খেলা জোর করে বন্ধ করে দেওয়া হয়। তাতে হিন্দু ছাত্রছাত্রীরা জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাঁরা হোলি খেলছেন। তাতেও কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ।
হোলি উৎসবে যোগ দিয়ে হামলার শিকার পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়ারা, আক্রান্ত ১৫ পড়ুয়া
এনিয়ে দু’পক্ষের সংঘাত বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র খুররম শাহজাদ জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিশ্ববিদ্যালয়ে হোলির আয়োজন করা হয়েছিল। সেখানে এই পরিস্থিতি কাম্য ছিল না। পুলিশের কাছে এ বিষয়ে বিশদে অভিযোগ জানানো হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তি চাওয়া হয়।