বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে নতুন শর্ত দিল পাকিস্তান
Pakistan has given new conditions for coming to India to play the World Cup

নজরবন্দি ব্যুরো: ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে নতুন শর্ত জুড়ে দিল পাকিস্তান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বাবররা কলকাতা ও চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিয়েছে আগেই। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ।

আরও পড়ুন: করমর্দন সৌরভ-বিরাটের, জয় হল ক্রিকেটের

তবে কূটনৈতিক বৈরিতার কারণে সে দেশে যেতে রাজি নয় ভারত। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় রোহিতরা। তবে ছাড় দিতে নারাজ পাকিস্তানও। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম‌্যান নাজম শেঠী নাকি নিজেদের স্টান্সে অনড়। পাকিস্তানে যদি এশিয়া কাপ না হয়, তাহলে তারা টুর্নামেন্টে অংশ নেবে না, এমনই হুঙ্কার দিয়ে রাখা হচ্ছে।

ICC World Cup23: বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে নতুন শর্ত দিল পাকিস্তান

সম্প্রতি পাকিস্তান সরকারের কয়েকজন শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন শেঠী। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী যদি এশিয়া কাপে ভারত না খেলে তাহলে পাকিস্তানেরও উচিত নয় এই টুর্নামেন্টে অংশ নেওয়া। সেই দিক পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী লাহোরে আর দুবাইতে এশিয়া কাপ আয়োজন না হলে বাবর আজমদের এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা নেই।

ICC World Cup23: বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে নতুন শর্ত দিল পাকিস্তান

অপর দিকে ভারতকে পাল্টা চাপে ফেলতে এক দিনের বিশ্বকাপ নিয়ে কঠিন শর্ত পাকিস্তানের। আর সেই শর্ত হল পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে তখনই যাবে যখন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে। আর সেই কথা লিখিত ভাবে দিতে হবে ভারতীয় বোর্ডকে।

বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে নতুন শর্ত দিল পাকিস্তান

ICC World Cup23: বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে নতুন শর্ত দিল পাকিস্তান

ভারতের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে বিকল্প প্রস্তাব দিয়েছিল। পাকিস্তানের প্রস্তাব ছিল, ভারতীয় দলের ম্যাচগুলি হোক অন্য কোনও দেশে। কিন্তু ভারতীয় বোর্ড তাতেও রাজি হয়নি। পুরো প্রতিযোগিতাই পাকিস্তান থেকে সরিয়ে দেওয়ার দাবিতে অনড় তারা। এর পরই বিশ্বকাপ নিয়ে নতুন শর্ত দিল পাকিস্তান। এবার দেখার বিসিসিআই এই নিয়ে কি বলে।