Imran Khan: ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে পাক সরকার

ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে পাক সরকার
Pakistan government is planning to ban Imran Khan's party

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাক সরকারের দ্বন্দ্বে উত্তাল পাকিস্তান। তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে শনিবারই তাঁর জামান পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। সেই ঘটনা ঘিরে পিটিআই সমর্থকদের সঙ্গে এক প্রস্থ খণ্ডযুদ্ধ হয় পুলিশের। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।

আরও পড়ুনঃ সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য

13 10

শনিবারই পাক প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন ইমরান। এ বার পাল্টা দিল সরকারও। পাকিস্তানের গৃহমন্ত্রী রানা সানুউল্লাহ জানিয়েছেন, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে পাক সরকার আইনি পরামর্শ করছে বলেও জানিয়েছেন ওই মন্ত্রী।

11 15
ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে পাক সরকার

ইমরানের বাড়ির সামনে খণ্ডযুদ্ধ এবং ইমরানের লাহোরের বাড়ি থেকে অস্ত্র, পেট্রল বোমা উদ্ধারের পুলিশি দাবির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়ার আলোচনা চলছে। প্রসঙ্গত, শনিবার সকালে ইমরান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার পরেই তাঁর বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। পাক পাঞ্জাব প্রদেশের ১০ হাজার পুলিশকর্মী ইমরানের বাড়ি ঘিরে ফেলে।

ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে পাক সরকার

12 12

এরপরেই বুলডোজারের ব্যবহারে বাসভবনের পাঁচিল ভেঙে ফেলা হয়। এই সময় পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। আইনভঙ্গের অভিযোগে ৬১ জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের বাসভবন থেকে উদ্ধার হয়েছে কালাশনিকভ-সহ ২০টি রাইফেল, কার্তুজ এবং বেশ কিছু পেট্রল বোমা।