তাঁর সরকার পতনের দায় পাক সেনাবাহিনীর! ইমরান খানের পদত্যাগের বিক্ষোভ কর্মসূচীতে মন্তব্য নওয়াজের।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ তাঁর সরকার পতনের দায় পাক সেনাবাহিনীর! পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর সরকারের পতনের দায় চাপালেন পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উপর। নওয়াজের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে তাদের সরকার ফেলে দিয়ে ইমরান খানের সরকারকে ক্ষমতায় আনার পিছনে প্রধান হাত ছিল বাজওয়ার। শুক্রবার একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে লন্ডন থেকে পাকিস্তানের জনতার উদ্দেশে নিজের বার্তা পাঠান নওয়াজ শরিফ।

আরও পড়ুনঃ জানেন, টিকা বিতরণের তালিকায় কাদের নাম আগে থাকবে? দেখে নিন।

একদিকে পাকিস্তানে ইমরান খান সরকারের বিরুদ্ধে সরব হয়ে একজোট হয়েছে বিরোধীরা। দেশজুড়ে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে তারা। তারই প্রথম ধাপ হিসেবে গুজরানওয়ালাতে প্রথম বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন বিরোধী দলের সমর্থকরা। আর সেখানেই এই বার্তা প্রকাশ করেন নওয়াজ শরিফ। ভিডিও বার্তায় নওয়াজ বলেন, ‘জেনারেল কামার জাভেদ বাজওয়া, আপনার জন্যই আমাদের সরকারের পতন হয়েছে। আমাদের সরকার খুব ভাল চলছিল। আপনি নিজের ইচ্ছার জন্য দেশের মানুষের ভবিষ্যত্‍ নিয়ে ছিনিমিনি খেলেছেন।’ এমনকি তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকেও দায়ী করেছেন শরিফ।

সেপ্টেম্বর মাসে ইমরানের দল তেহেরিক ই ইনসাফের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তনের ৯টি প্রধান বিরোধী দল। তারা মিলে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট শুরু করেছে। দেশজুড়ে ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে তারা। গুজরানওয়ালা স্টেডিয়ামে হওয়া এই বিক্ষোভে স্লোগান দেওয়া হয়, ‘ইমরান দূর হটো। তোমার সময় শেষ হয়েছে।’ ২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফের দল মুসলিম লিগ নওয়াজকে দুর্নীতির দায়ে বরখাস্ত করে।

তারপরেই গত বছর নভেম্বর মাসে চিকিত্‍সার জন্য লন্ডনে চলে যান নওয়াজ শরিফ। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার জন্য সেনাবাহিনির জেনারেল ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নামে অভিযোগ করেছেন তিনি। নওয়াজ শরিফের কন্যা তথা তাঁর রাজনৈতিক উত্তরসুরী মারিয়াম নওয়াজ এবং আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে তথা পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোও এই বিক্ষোভে বক্তব্য রাখেন। তাঁরা দু’জনেই ইমরান খান সরকারের তীব্র সমালোচনা করেন। এই সরকারের অধীনে পাকিস্তানের মানুষের আর্থিক ও সামাজিক দুরবস্থার কথা তুলে ধরেন তাঁরা। এই মুহূর্তে পাকিস্তানের আর্থিক অবস্থা সত্যিই শোচনীয়।

তাঁর সরকার পতনের দায় পাক সেনাবাহিনীর! মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। তাই এই অবস্থায় বিরোধীদের দাবি, ইমরান খানের উচিত পদত্যাগ করা। সেইসঙ্গে পাকিস্তানের রাজনীতিতে সেনার হস্তক্ষেপ বন্ধ করারও দাবি জানিয়েছেন তাঁরা। এই অভিযোগের পরে অবশ্য পাক সেনাবাহিনী বা সেনাপ্রধানের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কেবল বলা হয়েছে পাকিস্তানের রাজনীতিতে সেনারা নাক গলায় না। ২০২৩ সালে পাকিস্তানে আগামী সাধারণ নির্বাচন রয়েছে। যদিও ইমরান খান শুক্রবার জানিয়েছেন, মানুষের সমর্থনেই তিনি ক্ষমতায় এসেছেন।

এর পিছনে সেনাবাহিনীর কোনও ভূমিকা ছিল না। বিরোধীদের এই বিক্ষোভকেও তিনি ভয় পান না বলেই জানিয়েছেন। বিরোধী দলের একাধিক নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে সেদিক থেকে মানুষের নজর ঘোরাতেই এই বিক্ষোভ তারা শুরু করেছে, এমনটাই দাবি ইমরানের।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

Lifestyle and More...