নজরবন্দি ব্যুরো: পৃথিবী ছাড়াও অক্সিজেনের সন্ধান মিলল এই গ্রহতেও। আকার-আকৃতি থেকে শুরু করে পৃথিবীর সঙ্গে ওই গ্রহের ভরও প্রায় একই। তাই এই গ্রহকে পৃথিবীর ‘যমজ ভাই’ ও বলা হয়। এই গ্রহটি হল শুক্র। এর আগেও বিজ্ঞানীরা দাবি করেছিলেন যে, আতিথ্যহীন রুক্ষ পরিবেশ এবং ঘন বায়ুমণ্ডলযুক্ত শুক্র মানুষের বাসযোগ্য নয়।
আরও পড়ুন: ধনতেরাসে সোনার গহনা কেনার প্ল্যান! আজ কতটা বাড়ল হলুদ ধাতুর দাম? জেনে নিন…
তবে এইবার শুক্রেই অক্সিজেনের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, পৃথিবীর প্রতিবেশী গ্রহে বায়ুমণ্ডলে পারমাণবিক অক্সিজেন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। সূত্রের খবর, বায়ুতে ভাসমান ‘সোফিয়া’ মানমন্দিরে থাকা একটি যন্ত্র ব্যবহার করেই অক্সিজেনের খোঁজ মিলছে। উল্লেখ্য, ‘সোফিয়া’ একটি বোয়িং ৭৪৭এসপি বিমান। যেটি ইনফ্রারেড টেলিস্কোপ বহন করে।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই নাসা ও জার্মান এরোস্পেস সেন্টারের যৌথ উদ্যোগে শুক্রের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছিল। আর সেই পরিক্ষা নিরীক্ষার মাধ্যমেই পৃথিবীর প্রতিবেশী গ্রহে বায়ুমণ্ডলে পারমাণবিক অক্সিজেন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
অক্সিজেনের সন্ধান মিলল এই গ্রহে, তবে এই পরিমান অক্সিজেন শ্বাস নেওয়ার যোগ্য নয় বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা জানিয়েছেন যে, শুক্রের একটি ঘন এবং ক্ষতিকারক বায়ুমণ্ডল রয়েছে, যা ৯৬.৫ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড দিয়ে ঘেরা। আর তাতেই রয়েছে খুব স্বল্প পরিমাণ অক্সিজেন। তবে এই পরিমান অক্সিজেন শ্বাস নেওয়ার যোগ্য নয়। তবে কার্বন-ডাই-অক্সাইড ও অক্সিজেন ছাড়াও শুক্রের বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন এবং অন্যান্য কয়েকটি গ্যাস।