বন্ধ হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!
opening ceremony of the World Cup may be closed!

নজরবন্দি ব্যুরো: আগামীকাল সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পারফর্ম করার কথা অরিজিত সিং, আশা ভোসলে, রণবীর সিং সহ আরও অনেক তারকার।

আরও পড়ুন: যশস্বীর শতরান, নেপালকে হারিয়ে এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারত

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হচ্ছে ‘ক্যাপ্টেনস ডে’। কিন্তু হঠাৎ শোনা যাচ্ছে, সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। তার বদলে নাকি ক্লোজিং সেরেমনির আয়োজন করা হবে।

বন্ধ হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!
বন্ধ হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

তারকায় ঠাসা এই গ্র্যান্ড অনুষ্ঠানের বদলে লেজার শো দিয়ে বিশ্বকাপের উদ্বোধন হবে। বুধবার এই শোয়ের মাধ্যমে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠান হতে পারে।

বন্ধ হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

ICC World Cup: বন্ধ হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!

ভারত-পাকিস্তান ম্যাচের আগেও কোনও অনুষ্ঠানের একটা সম্ভাবনা আছে। তবে এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। বিসিসিআই বা আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।