নজরবন্দি ব্যুরোঃ স্মার্টফোনের যুগে আপনার হাতে যদি একটি আইফোন থাকে তাহলে তো কোন কথাই নয়। কিন্তু অ্যাপেলের এই প্রোডাক্টটি সব সময় সবাই কিনতে পারেন না কারণ তার দাম এর জন্য। তাই বেশ কিছুদিন আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল অ্যাপেল লঞ্চ করতে চলেছে সস্তার আইফোন। এবার সেই জল্পনাকে সত্যি করেই চলতি বছরের মার্চের মাঝামাঝি বা শেষের দিকে লঞ্চ হতে পারে আইফোন ফাইভ জি মডেল।
আরও পড়ুনঃ বাদাম বেচবেন না ‘বাদাম কাকু’, তাহলে কী করবেন?
সূত্র মারফত জানা গিয়েছে আইফোনের এই মডেলটির নাম আইফোন S3। একটি লিঙ্ক থেকে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই কোম্পানি এই ফোনের প্রোডাকশন শুরু করে দিয়েছে। কি থাকছে এই ফোন? আইফোন এসই থ্রি মডেলে একটি এ১৫ চিপসেট দেওয়া হচ্ছে। আইফোন এসই থ্রি ফোনটিতে ৫জি কানেক্টিভিটি দেওয়া হচ্ছে।

এছাড়াও আইফোনএর এই মডেলে থাকতে পারে ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ও তার সঙ্গে খুবই পাতলা রেট্রো বেজ়েলস। হোম বাটনেই দেওয়া হতে পারে টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ফ্রন্ট ক্যামেরায় সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকতে পারে একটি ৭ মেগাপিক্সেল ইউনিট এবং রিয়ার প্যানেলে একটি ১২ মেগাপিক্সেল সেন্সর।
মাত্র ২৩ হাজারে আইফোন! অবাক হবেন না, মার্চেই আসছে আইফোন S3
জল্পনা চলছে, এই ফোনের দাম হতে পারে মাত্র ৩০০ মার্কিন ডলার বা ২৩,০০০ টাকা। উল্লেখ্য , ২০২৩-২৪ সালের জন্য একটি নতুন আইফোন এসই মডেলের পরিকল্পনা করছে অ্যাপল। সেই ফোনে থাকতে পারে একটি ৫.৭ ইঞ্চির ডিসপ্লে এবং আইফোন এক্সআর মডেলটি রিপ্লেস করতে পারে সেটি। কয়েকটি রিপোর্ট থেকে আবার জানা গিয়েছে, আইফোন ১৩ মিনি-র পরবর্তী প্রজন্ম হতে পারে সেই ফোনটি এবং তার উপরেই ভিত্তি করে তৈরি করা হবে।