নজরবন্দি ব্যুরো: অবশেষে প্রায় ৩২ ঘণ্টা যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে বালেশ্বরে দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ। বর্তমানে এখন চলছে পুনরুদ্ধারের কাজ। দুর্ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া কামরাগুলি সরানো হচ্ছে। যার ফলে রেল কর্তৃপক্ষ শুক্রবার থেকেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার একাধিক ট্রেন বাতিল করেছে। দুর্ঘটনার কারণেই বিপর্যস্ত হয়ে পড়েছে ওই রুটের রেল চলাচল পরিষেবা। এহেন পরিস্থিতিতে ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
জানা গিয়েছে, যেহেতু প্রতিদিন বহু ট্রেন বাতিলের জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন বহু মানুষ। তাই এবার যাত্রীদের জন্য এই একাধিক সমস্যা দূর করার লক্ষ্যে বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার তিনি জানান যে, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। আজ থেকে দৈনিক ৫০টি করে বাস চলবে। আর এটি সম্পূর্ণ নিখরচায়। অর্থাৎ এই বাসে যাতায়াত করতে যাত্রীদের কোন খরচ করতে হবে না বলেই জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

প্রসঙ্গত, করমণ্ডলে প্রায় কয়েক হাজার যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ওড়িশার হাসপাতালে ভর্তি ১১০০-রও বেশি যাত্রী। সঙ্কটজনক অবস্থায় রয়েছেন অনেকেই। অন্যদিকে, যাদের পরিবারের লোকজনেরা ওই এক্সপ্রেসে ছিলেন, তাদের খোঁজ চালাচ্ছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে রেল দুর্ঘটনায় আহতদের খোঁজ পেতেই ওড়িশা সরকারের তরফে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, আজ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করলেন যে, বালেশ্বরের দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন যারা, তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
জানা গিয়েছে, শুক্রবার থেকেই বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার একাধিক ট্রেন। আজও নতুন করে বাতিল করা হয়েছে কমপক্ষে ১৬টি ট্রেন। পাশাপাশি বহু ট্রেনের রুটও বদল করে দেওয়া হয়েছে। বালেশ্বরের পরিবর্তে টাটানগর দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে একাধিক ট্রেন। জেনে নিন কোন কোন ট্রেন আজ বাতিল! রবিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল… ১, হাওড়া – ফলকনামা এক্সপ্রেস ২, হাওড়া – বেঙ্গালুরু এসএমভি এক্সপ্রেস ৩, শালিমার – হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস ৪, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস ৫, শালিমার -চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ৬, দীঘা-পুরী এক্সপ্রেস ৭, শালিমার-পুরী এক্সপ্রেস ৮, খড়গপুর – জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস ৯, হাওড়া – ভদ্রক এক্সপ্রেস ১০, পুরী – জলেশ্বর মেমু ১১, পুরী – বাংরিপসি সুপারফাস্ট ১২, খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস ১৩, ভুবনেশ্বর-বালাসর মেমু ১৪, পুরী-হাওড়া সুপারফাস্ট ১৫, পুরী – নন্দনকানন এক্সপ্রেস ১৬, পুরী-শালিমার এক্সপ্রেস