নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে নুসরত-নিখিলের। যা ধীরে ধীরে পৌঁছে যায় ভাঙনের পর্যায়। এরপর এই অভিনেত্রীর মা হওয়ার খবর সকলের সামনে আসতেই একটি প্রভাবশালী গনমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর প্রাক্তন স্বামী জানায়, নুসরতের সঙ্গে তাঁর বহু দিন কোনও যোগাযোগ নেই। তাই নুসরতের অনাগত সন্তানের পিতা ও সে নয়।
আরও পড়ুনঃ SSC: নিয়োগে আর্থিক লেনদেন? বেতন বন্ধের নির্দেশ আদালতের
তবে এই অ্যানালমেন্টের নিয়ম অনুসারে এই জনপ্রিয় অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ কে আদালতে মহামান্য বিচারকের সামনে বলতে হত নিখিলের সঙ্গে আর কোনও সম্পর্ক থাকবে না তাঁর। তবে আদৌ সেই নিয়ম নুসরত পালন করেছিলেন কিনা তা নিয়ে এখন ও রয়ে গিয়েছে বিতর্ক।
অবশেষে বিচ্ছেদ নিশ্চিত নুসরত- নিখিলের , মামলায় জিতলেন নিখিল

তবে এই বিষয়ে নিখিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যে দিন আমি জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না , অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। অপরদিকে নুসরতের সন্তানের বাবা র প্রসঙ্গ নিয়ে একাধিক প্রশ্ন উঠলে ও পরবর্তী সময়ে নিজের নেট মাধ্যম গুলি থেকে একাধিকবার যশ কে স্বামীর তকমা দিতে দেখা যায়। যা থেকে দিনের আলোর মত পরিষ্কার সমস্ত কিছু।
