কেন্দ্র-কৃষকদের অচলাবস্থা কাটাতে ১১ জানুয়ারি কৃষি আইন নিয়ে শুনানি শীর্ষ আদালতে

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: বিগত দেড় মাস ধরে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন সীমানায় কনকনে ঠাণ্ডা ও বৃষ্টিকে উপেক্ষা করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। একদিকে কৃষকরা যেমন এই তিনটি আইন প্রত্যাহারের দাবিতে অনড় অন্যদিকে ঠিক তেমনই কেন্দ্রের সরকারের তরফেও তাদের বলা হয়েছে যে এই আইন কোনও মতেই প্রত্যাহার করা হবে না।

আরও পড়ুন: ট্রাম্প সমর্থককারীদের হামলায় রণক্ষেত্র ক্যাপিটাল বিল্ডিং।

আর যার ফলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এবার এই বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়েছে যে আগামী ১১ জানুয়ারি, সোমবার তাঁরা এই আইন সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে দু’পক্ষের কথা শুনবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সরকার ও কৃষক দু’পক্ষই বহুবার আলোচনার টেবিলে বসলেও এখনও পর্যন্ত পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। কেন্দ্রের তরফে শীর্ষ আদালতকে জানানো হয় যে বিষয়টি নিয়ে কৃষকদের সঙ্গে তাদের গঠনমূলক আলোচনা চলছে ও আগামী দিনে সমাধান সূত্র যে বেরোবে, সে আশা করাই যায়।  

এদিকে আইনজীবী এমএল শর্মার দায়ের করা কৃষি আইনের বিরুদ্ধে একটি আবেদনের শুনানির সময় সরকারের অবস্থান জানতে চায় আদালত। শর্মা তাঁর আবেদনে বলেছেন যে এই ধরনের আইন প্রণয়নের কোনও সাংবিধানিক যুক্তি সরকারের কাছে নেই।

বেঞ্চের তরফে জানানো হয় যে শুধুমাত্র এই কৃষি আইন সংক্রান্ত বিষয় নয়, বাকি যে সব বিষয়গুলি নিয়ে কৃষকরা আন্দোলন করছেন, সেই সবকটি বিষয়ই তাঁরা একসঙ্গে ১১ তারিখ শুনবেন।   

কেন্দ্র-কৃষকদের অচলাবস্থা কাটাতে ১১ জানুয়ারি কৃষি আইন নিয়ে শুনানি শীর্ষ আদালতে, কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল শীর্ষ আদালতে জানান যে আগামীতে দুই পক্ষের মধ্যে একটি সমাধান সূত্রে আসার বিস্তর সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আদালতে সরকারের অবস্থান ব্যক্ত করতে হয়, তাহলে এই আলোচনা ব্যর্থ হওয়ার প্রবণতা থেকেই যাচ্ছে।    

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

Lifestyle and More...