নজরবন্দি ব্যুরো: ফের মঙ্গলবারের পর আবার শনিবার জাপানের ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে জাপানের এক সাংবাদমাধ্যম। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের বরাতে আল জাজিরা জানিয়েছে, রোববার ভোরে দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর মুনচন থেকে দুটি মিসাইল নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। প্রায় ছয় মিনিটের ব্যবধানে ছোড়া হয় মিসাইল দুটি।
আরও পড়ুন: পিএফআইয়ের র্যাডারে নরেন্দ্র মোদি, অয্যোধা ও মথুরাতেও বোমা মারার হুমকি
জাপানের প্রতিরক্ষামন্ত্রীর জানান, দুটি মিসাইলই ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে। মিসাইল দুটি সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে। কোন ধরনের মিসাইল নিক্ষেপ করা হয়েছে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ছিল কি না সেটাও দেখা হবে।

ইতিমধ্যে জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে সতর্কতা জারি করা হয়েছে। তিন দফার সেই সতর্কবার্তায় নাগরিকদের জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মিসাইল পরীক্ষামূলক ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে জাপানে।
একের পর এক মিসাইল ছুঁড়ছে উত্তর কোরিয়া, জাপানে জারি সতর্কবার্তা
জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া জাগাং প্রদেশের মুপিয়েং-রি থেকে পূর্ব দিকে একটি মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এতে বিমান বা জাহাজের কোনো ক্ষতি হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ৩ দিনের মাথায় ফের আরেকটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া।