নজরবন্দি ব্যুরো: শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ। কিন্তু কালকের ম্যাচে পাওয়া যাবে না মিচেল স্টার্ককে। অস্ট্রেলিয়ার তারকা পেসারের চোট রয়েছে। তাই বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নিতে চায় না তাঁরা। পরের দুটো ম্যাচে স্টার্কের খেলার বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার নেতা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, চোটের জন্য বাদ দুই পেসার
স্টার্কের পাশাপাশি প্রথম ম্যাচে পাওয়া যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকেও। তাঁরও চোট রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর সেটা সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দিলেন প্যাট কামিন্স। অজি অধিনায়ক বলেন, ‘স্টার্ক ভারতে এসেছে। তবে শুক্রবার প্রথম ম্যাচে খেলতে পারবে না। আশা করছি পরের দুটো ম্যাচে পাওয়া যাবে। সিডনিতে থাকাকালীন ও বল করেছে। বৃহস্পতিবার এবং শুক্রবারও বল করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই চোট সারিয়ে ভারতে পা রেখেছি। যেমন আমার ডান হাতের কব্জির অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। একদম ১০০ শতাংশ ঠিক অবস্থায় আছে। তাই আমি তিনটি ম্যাচেই খেলব। তবে স্টার্ককে প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে না। বাকি দুটি ম্যাচে ওকে দেখা যাবে কিনা সেটা দেখতে চাই। স্টার্ক ফিট হওয়ার পর সিডনিতে বোলিং অনুশীলন করেছে। একই অবস্থা ম্যাক্সওয়েলের। চোট সারলেও ম্যাক্সওয়েলকে বিশ্রাম দিতে চাই’।
প্রথম ম্যাচে নেই স্টার্ক-ম্যাক্সওয়েল, জানিয়ে দিলেন প্যাট কামিন্স
ভারতের মাটিতে তিনটি এক দিনের ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে অস্ট্রেলিয়া। কিন্তু চোট থাকা ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্ক তারা। বিশ্বকাপে সকলকে পুরো ফিট চাইবেন কামিন্স। সেই কারণে তিনি নিজেকে নিয়েও সতর্ক।