Eastern Railway zone : আর থাকবেনা জেনারেল কামরা, নয়া সিদ্ধান্ত রেলের

আর থাকবেনা জেনারেল কামরা, নয়া সিদ্ধান্ত রেলের

নজরবন্দি ব্যুরোঃ গত বছর থেকেই করোনা কাঁটায় জর্জরিত গোটা দেশ তথা গোটা বিশ্ব। যারপ্রভাব দেখা গিয়েছে সমস্ত শ্রেণীর মানুষদের উপর। তবে বর্তমানে করোনা সংক্রমণের নিরিখে কিছুটা নিরাপদ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে সকলের নিরাপত্তার স্বার্থে বাড়তি সচেতনতা অবলম্বন করার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। সেই কথা মাথায় রেখেই এবার যাত্রীদের জন্য নয়া পরিকল্পনা গ্রহন করতে চলেছে রেল।

আরও পড়ুনঃ Ultadanga : আজ থেকে বন্ধ উলটোডাঙা উড়ালপুল, বিপাকে নিত্যযাত্রীরা

সাধারণত দূরপাল্লার ট্রেন গুলির জেনারেল কামরাড় ভিড়ে ঠাসাঠাসি করে যাতায়াত করেন সাধারন মানুষ। সেক্ষেত্রে একাধিক সময় অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখা দেয় গোটা কামড়ায়। আর এই পরিস্থিতির টিকিট পরীক্ষকের থেকে সংরক্ষিত আসনের টিকিট সংগ্রহের জন্য চলে নানা দুর্নীতি। তা রুখতেই এবার নয়া ভাবনা নিয়েছে রেল কর্তৃপক্ষ
তবে এই সংক্রান্ত বিষয়ে রেলের তরফ থেকে প্রকাশ্যে কিছু না জানালে ও বিশেষ সুত্র অনুযায়ী জানা গিয়েছে সংরক্ষিত নতুন কামরার কাজ নাকি বেশ কয়েকদিন আগে থেকেই শুরু করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী জানা গিয়েছে, নতুন তৈরি হওয়া এই কামরায় সফর করতে পারবেন প্রায় ১২০ জন যাত্রী। তবে এক্ষেত্রে কিছুটা হলেও বাড়তে পারে টিকিটের দাম।

আর থাকবেনা জেনারেল কামরা, বিশেষ ঘোষণা রেলের 

আর থাকবেনা জেনারেল কামরা, নয়া সিদ্ধান্ত রেলের
আর থাকবেনা জেনারেল কামরা, নয়া সিদ্ধান্ত রেলের
পাশাপাশি এই সমস্ত কামরা গুলিতে নাকি রাখা হবে স্বয়ংক্রিয় দরজা। যার মূল উদ্দেশ্য হিসেবে উঠে আসছে যাত্রীদের নিরাপত্তা। তবে জেনারেল কামরার বদলে এই সমস্ত কামরা ট্রেনে যুক্ত হওয়ায় সাধারন মানুষের কাছে টিকিটের দাম কতটা নাগালে থাকবে এখন সেটাই দেখার বিষয়।
আর থাকবেনা জেনারেল কামরা, নয়া সিদ্ধান্ত রেলের
আর থাকবেনা জেনারেল কামরা, নয়া সিদ্ধান্ত রেলের