মমতা সরকারে আস্থা নেই, বিরোধীদের স্মরণ নিলেন হাজারো টেট উত্তীর্ণ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ মমতা সরকারে আস্থা নেই, বিরোধীদের স্মরণ নিলেন হাজারো টেট উত্তীর্ণ। বছরের পর বছর আটকে রেখে দেওয়া হয়েছে প্রশিক্ষিত প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ! রাজ্য সরকার ঠুঁটো জগন্নাথ, হস্তক্ষেপ চেয়ে মরিয়া চাকরিপ্রার্থীরা বিরোধী জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলেন। করোনা ও আমফানের আবহে সরকারী চাকুরীজীবি ছাড়া প্রায় সকলেরই জীবন জীবিকায় ছেদ পড়েছে। নতুন কর্মস্থান তো দূর অস্ত বরং কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। দেশ ও রাজ্যের এই বেহাল পরিস্থিতিতে, দুমুঠো অন্য জোগাড়ের জন্য মরিয়া হয়ে উঠছে শ্রমজীবি মানুষ থেকে চাকুরীপ্রার্থীরা। অপেক্ষার প্রহর গুনতে গুনতে প্রায়শই বিদ্রোহের আগুন জ্বলে উঠছে তিতিবিরিক্ত প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে।

আরও পড়ুনঃ পিছিয়ে গেল আপারের শুনানি; ন্যায় বিচার হবে, আমরা প্রস্তুতঃ বিকাশ ভট্টাচার্য্য।

এই পরিস্থিতিতে একপ্রকার প্রায় নিরুপায় হয়ে বাড়ি থেকেই তারা বিভিন্ন সময়ে বিভিন্নরকমভাবে প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কখনো তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টার বিদ্রোহ করছে্ন, কখনো বা মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর ওয়ালে গিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অসহায় বেকারদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই তৃণমূল সরকারের; দিনের পর দিন বহু আর্জি জানানো সত্ত্বেও, বঞ্চিত চাকরি প্রার্থীদের আবেদনের প্রতি কোনো কর্ণপাত করছে না রাজ্য সরকার। রাজ্য সরকারের এই নিষ্ঠুর দীর্ঘ অবহেলা ও বঞ্চনায় বিক্ষুব্ধ প্রায় ১২০০ প্রশিক্ষিত প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থী হস্তক্ষেপ চেয়ে এবার সমস্ত শাসকবিরোধী জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলেন।

তবে কোনো সরকারি দফতর, শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর কাছে নয়, এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বেকারদের ক্ষোভ গিয়ে আছড়ে পড়লো সরাসরি সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ- সহ ২০ জন শাসকবিরোধী জনপ্রতিনিধিদের কাছে। শুক্রবার প্রশিক্ষিত প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থী স্বদেশ ঘোষ ও গোলাম আহমেদসহ প্রায় পাঁচ শতাধিক টেট উত্তীর্ণ প্রার্থী “আমাদেরকে বাঁচান!” ক্যাপশনে সমস্ত বিরোধী জনপ্রতিনিধিদের কাছে WhatsApp এ গণ মেসেজ করে হস্তক্ষেপের কাতর আর্জি জানিয়েছেন। অনেকাংশের মতে ২০১৪ এর প্রাথমিক টেটে ব্যাপক দুর্ণীতির ফাঁস রুখতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশনে টেট পাশ সার্টিফিকেট দেওয়ার কথা উল্লেখ করেও কোনো টেট পাশ সার্টিফিকেট দেয় নি, যা NCTE – নিয়মেরও পরিপন্থী; কারণ NCTE নিয়মে স্পষ্ট উল্লেখ করা আছে একবার টেট পাশ করলে, উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট দিতে হবে যার মেয়াদ থাকবে ৭ বছর পর্যন্ত।

কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্ণীতি ফাঁস রুখতে নিজেদের কথার খিলাপ করে ও NCTE নিয়ম ভেঙে কাউকেই কোনো টেট পাশ সার্টিফিকেট দেয় নি।পরবর্তীতে নিজেদের হক আদায় করে নেওয়ার জন্য বহু প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থী বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। গত ০৮/০৪/২০১৯ তারিখে কোলকাতা হাইকোর্টে পিটিশনারদের পক্ষে রায় দিয়ে ২ মাসের মধ্যে পর্ষদকে টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও পর্ষদ ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে এড়িয়ে যাবার জন্য ও সময় কাটানোর জন্য ডিভিশান বেঞ্চে চ্যালেঞ্জ করে মামলাটিকে ফেলে রেখে দিয়েছে বলে অভিযোগ। আর এখানেই প্রশ্ন দানা বাঁধছে সরকার যদি কর্মপ্রাথীদের প্রতি এতটাই সহানুভূতিশীল হয় তাহলে কেনো এত টালবাহানা করে কারোর হকের জিনিস নিয়ে ছিনিমিনি খেলছে?

টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত প্রার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাপন বিশ্বাস জানিয়েছেন সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন প্রশিক্ষিত প্রার্থীদের পরেই নিয়োগে প্রশিক্ষণরতদের অগ্রাধিকার দেওয়া হবে, সেই অনুযায়ী সেই সময়ে একমাত্র ২০১৪-২০১৬ ও ২০১৫-২০১৭ এই দুটি ব্যাচই প্রশিক্ষণরত অবস্থায় ছিলো, কিন্তু সরকারী প্রতিশ্রুতি ভঙ্গ করে পর্ষদ অর্ধপ্রশিক্ষিতদের নিয়োগে সুযোগ না দিয়ে প্রচুর অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ করেছে। পরবর্তীকালে একটা বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ২০১৪-২০১৬ ব্যাচ ও RCI স্বীকৃত ২০১৫-২০১৭ ডি এড ব্যাচকে নিয়োগ পর্বের আওতায় আনা হলেও পর্ষদ বেআইনিভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অধীনস্থ ২০১৫-২০১৭ ব্যাচকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে। তাঁরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, বাইরের বোর্ড থেকে যারা ১৫-১৭ সেশনে ট্রেনিং করেছে পর্ষদ তাদেরকে চাকরি দিয়ে দিয়েছে অথচ পর্ষদ তার নিজের বোর্ডে থেকে যারা ওই একই সেশনে ট্রেনিং সম্পন্ন করেছে তাদেরকে সেই সুযোগ দেয় নি। এখানেই পর্ষদের বিরুদ্ধে দ্বিচারিতা করার মারাত্মক অভিযোগ উঠছে। পর্ষদের এই নিষ্ঠুর দ্বিমুখী নীতির প্রতিবাদে ১৫-১৭ সেশনে প্রায় ৩০০ জন প্রশিক্ষিত টেট পাশ বঞ্চিত প্রার্থীরা ক্ষোভে ফেঁটে পড়েছেন

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...