ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, ডায়মন্ড লিগে প্রথম সোনা ভারতের
Neeraj Chopra made history, India's first gold in the Diamond League

নজরবন্দি ব্যুরো: ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া৷ লাউসেন ডায়মন্ড লিগে  প্রথম ভারতীয় হিসেবে খেতাব জিতলেন তিনি৷ প্রথম প্রচেষ্টাতেই ৮৯.৯০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতে নেন ভারতের সোনার ছেলে। প্রতিযোগিতাটি সুইজারল্যান্ডের লা পন্টেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: এশিয়া কাপে রোহিতদের বিশেষ বার্তা সৌরভের, কি বললেন দাদা?

সেরা তিন ফিনিশ করা হলে ৭ এবং ৮ সেপ্টেম্বর জুরিখে অনুষ্ঠিত হতে যাওয়া ডায়মন্ড লিগের ফাইনালে চোপড়ার জায়গা নিশ্চিত করবে, কারণ তিনি সাত পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন। মাস খানেক আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপোর পদক এনেছিলেন নীরজ। এর আগে, গৌড়া ২০১২ সালে নিউ ইয়র্ক ও ২০১৪ সালে দোহায় ডায়মন্ড লিগ মিটে দ্বিতীয় হয়েছিলেন। ২০১৫ সালে সাংহাই ও ইউজিনের ইভেন্টে হয়েছিলেন তৃতীয়। নীরজ চোপড়া স্টকহোম ডায়মন্ড লিগ মিটে দ্বিতীয় স্থানে ছিলেন। চলতি বছর ডায়মন্ড লিগের দ্বিতীয় লেগে নেমেই বাজিমাত করলেন তিনি।

ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, ডায়মন্ড লিগে প্রথম সোনা ভারতের
ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, ডায়মন্ড লিগে প্রথম সোনা ভারতের

ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, ডায়মন্ড লিগে প্রথম সোনা ভারতের

Neeraj Chopra: ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, ডায়মন্ড লিগে প্রথম সোনা ভারতের

২৪ বছর বয়সী অলিম্পিক্স চ্যাম্পিয়ন গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপোর পদক জেতার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন। সেই কারণে তিনি ২০২২ সালের কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। চোটের কারণে কমনওয়েলথ গেমসে বাদ পড়েছিলেন নীরজ। চোট সারিয়ে ফিরেই রীতিমতো ইতিহাস গড়ে ফেললেন।