অলিম্পিক্সের পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া
অলিম্পিক্সের পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া

নজরবন্দি ব্যুরোঃ টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এবার আরও একবার সোনা জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। কিছুদিন আগেই নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন পানিপথের তরুণ এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।

আরও পড়ুনঃ সঙ্ঘের পরিবারের ছেলেরা বিশেষ গুরুত্ব পাবে অগ্নিপথে! জোর জল্পনা শুরু

এবার ফিনল্যান্ডের কুওর্তান গেমসে সোনা জিতলেন নীরজ। ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন নীরজ। উল্লেখ্য, পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়ে ছিলেন। জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি।

অলিম্পিক্সের পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া

এবার সোনা জিতলেন তিনি। অলিম্পিকের পর এটাই তাঁর প্রথম সোনা। নীরজ অবশ্য এখানেই থামতে রাজি নন। তাঁর লক্ষ্য ৯০ মিটার ছোঁড়া। সেই টার্গেট এখনও পূরণ হয়নি। তাছাড়া সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।

Neeraj Chopra: অলিম্পিক্সের পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া

সেদিকেও নজর রয়েছে তরুণ অ্যাথলিটের। জুলাইয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপকেই পাখির চোখ করছেন তিনি। তাছাড়া সামনে কমনওয়েলথ গেমসও রয়েছে।

Neeraj Chopra: অলিম্পিক্সের পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া

অলিম্পিক্সের পর ফের সোনা জিতলেন নীরজ চোপড়া

সেখানে নজির গড়ে দেশকে ফের পদক এনে দিতে তিনি বদ্ধপরিকর। উল্লেখ্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের নেতৃত্বে দেখা যাবে নীরজ চোপড়াকে।