নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে কারার ওই লৌহ কপাট এর পিপ্পা-য় এআর রহমানের রিক্রিয়েশন নিয়ে ঝড় উঠেছে। এই মুহূর্তে রীতিমত ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। দুই বাংলার লোকেরাই ভীষণভাবে বিরক্ত। তাদের দাবী গানটির সম্মানহানি হয়েছে। বেশ কিছু ভারতীয় গায়ক এবং গায়িকারাও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার তীব্র ক্ষোভ উগড়ে দিলেন নজরুলের নাতি।
আরও পড়ুনঃ ভারতের টিম হোটেলে বিরাটের সঙ্গে অনুষ্কা, অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়াতে শিলমোহর পড়ল!
সদ্য নজরুলের নাতি প্রখ্যাত গিটারবাদক-সুরকার কাজি অরিন্দম বললেন ” আমরা রবীন্দ্রনাথ-নজরুলকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা পছন্দ করিনা। আমরা মনে করি নজরুলের গান গুলি এমনিতেই খুব আধুনিক। তাই এই গানের পরিবর্তন করে আধুনিক করার প্রয়োজন রয়েছে তা আমরা মনে করিনা। আমি অবাক হচ্ছি আর রহমানের মতো গুণী শিল্পী এই কাজটি কিকরে করতে পারল?”
তিনি আরও বলেন, এই গানের সুর বদল করার পর কোন কাজী নজরুল বিশেষজ্ঞ দিয়ে তা যাচাই করে নেওয়া। এই রিমেক শুনে আমরা খুব হতাশ হয়েছি। নজরুল ইসলাম আন্তর্জাতিক মানেরই কবি। তাই ওনাকে চেনার জন্য বিশেষ কিছু করার প্রয়োজন আছে বলে আমরা মনে করিনা। তাই এই নতুন গানের রিমেক সামনে আসা আমাদের কাছে সত্যিই খুব যন্ত্রণাদায়ক।”
রহমানের ‘কারার ওই লৌহ কপাট’ ঘিরে ফুঁসছে দুই বাংলা, এবার মুখ খুললেন কাজী নজরুলের নাতি
তিনি এও জানিয়েছেন যে তিনি এর বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নেবেন। এবং এর তীব্র প্রতিবাদ করছেন। শুধু কাজী নজরুলের নাতি নয়। আরও বহু গায়ক গায়িকারা এর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।