ভোটের মুখে বড় ঘোষণা মোদীর, ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

নজরবন্দি ব্যুরো: চলতি মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির কাছে এটি সেমি ফাইনালের চেয়ে কম কিছু নয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচার। শনিবার ভোটের প্রচারে ছত্তিশগড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার সভা থেকেই করলেন বড় ঘোষণা। আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন দেবে মোদী সরকার।

আরও পড়ুন: শিল্পপতি মুকেশ আম্বানিকে একাধিকবার খুনের হুমকি, গ্রেফতার ১৯ বছরের যুবক

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ”আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হল যা চলবে ২০২৯ সাল পর্যন্ত। ছত্তিশগড়ের দুর্গ এলাকার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

ভোটের মুখে বড় ঘোষণা মোদীর, ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

গত শুক্রবার রায়পুরের এক জনসভায় ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘মোদী কি গ্যারান্টি ২০২৩’। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে রান্নার গ্যাসে ভর্তুকি। এমনকি রাজ্যের দরিদ্র মানুষকে বিনামূল্যে অযোধ্যার রামমন্দির দেখানোর কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। শনিবার ওই রাজ্যে প্রচারে গিয়ে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই ঘোষণা করেছেন।

ভোটের মুখে বড় ঘোষণা মোদীর, ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

উল্লেখ্য, এদিন প্রচার মঞ্চে দাঁড়িয়ে ওই রাজ্যের শাসক দল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন মোদী। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের নাম না করে অনলাইনে বেআইনি জুয়া চালানোর অ্যাপ নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাত শিবিরকে কটাক্ষ করার পাশাপাশি নাম না নিয়েই ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

ভোটের মুখে বড় ঘোষণা মোদীর, ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

ভোটের মুখে বড় ঘোষণা মোদীর, ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র
ভোটের মুখে বড় ঘোষণা মোদীর, ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র