নজরবন্দি ব্যুরো: শনিবার বেলার দিকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মজার পোস্ট করা হয়। ‘হীরক রাজা’ ছবির সংলাপ একটু বদলে লেখা হয়, ‘বাকি রাখা ঘোষণা মোটে ভালো কাজ না।’ আসলে দলবদল অনেকদিন আগেই শুরু হয়ে গেলেও, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে নতুন কোনও ফুটবলারের নাম ঘোষণা না হওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠছিলেন সদস্য-সমর্থকরা।
আরও পড়ুন: ইন্টার কন্টিনেন্টাল কাপে জয় ভারতের, মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারাল সুনীলরা
তাঁদের সেই উদ্বেগের অবসান ঘটানো হল। ‘হীরক রাজা’ পোস্টের পরেই ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হল, ৩ বছরের চুক্তিতে ওড়িশা এফসি ছেড়ে লাল-হলুদে যোগ দিয়েছেন নন্দকুমার শেখর। আজ এই প্রসঙ্গে লাল-হলুদ কর্তা দেবব্রত মুখার্জি বলেন, নন্দকুমার কে লাল-হলুদ পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা খুব উৎসাহিত।
গত ফুটবল মরশুমে দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি, এমনকি শুধুমাত্র আইএসএলে ভালো খেলাই নয়। গত সুপার কাপেও তার পারফরম্যান্স ছিল দেখবার মতো। আমরা আশা করি আসন্ন ফুটবল মরশুমে আমাদের কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে তিনি আরও ভালো পারফরম্যান্স করবেন।
গত মরশুম শেষ হওয়ার আগে থেকেই ট্রান্সফার মার্কেটে তৎপর হতে দেখা গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল কর্তাদের। ক্লাব কর্তারাও বিনিয়গকারী সংস্থার কাছে তালিকা পাঠিয়ে দিয়েছিলেন। তবে তাদের সকলকে সই করাতে না পারলেও কথাবার্তা চালিয়েছেন রিক্রুটাররা।
বড় খবর লাল হলুদে, ৩ বছরের জন্য ইস্টবেঙ্গলে নন্দকুমার

যদিও শুরুতে সের্জিও লোবেরাকে কোচ করার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। তবে শেষ অবধি তা না হওয়ায় পরিকল্পনা কিছুটা ধাক্কা খায়। তবে শেষ পর্যন্ত কার্লেস কুয়াদ্রাতকে কোচ করে তাঁর পরামর্শ মেনেই ফুটবলার সই করাচ্ছে লাল-হলুদ ক্লাব।