নজরবন্দি ব্যুরো: এবার ফুটতে চলেছে নবনীতার বিয়ের ফুল। কিন্তু কার সঙ্গে? সম্প্রতি বহুবছর পর নবনীতা নতুন ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রায় অনেক বছর টিভি সিরিয়াল থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এবার সান বাংলাতে নতুন ধারাবাহিকের মাধ্যমে তার আত্মপ্রকাশ হতে চলেছে। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে চলেছে এই ধারাবাহিক।
আরও পড়ুনঃ জন্ম ও মৃত্যুর তথ্য নথিভুক্ত হবে, ভোটার তালিকা স্বচ্ছ করতে ঐতিহাসিক উদ্যোগ কেন্দ্রের।
ধারাবাহিকটির নাম বিয়ের ফুল। এখানে নবনীতার বিপরীত চরিত্রে দেখা যাবে রাজা গোস্বামীকে। তবে এই ধারাবাহিকটি গতানুগতিক গল্পঃ থেকে বেরিয়ে একটু অন্য রকম ভাবে সামনে আসতে চলেছে। এই গল্পটিতে কোনো শাশুড়ি বৌমার ঝামেলা বা বর বউ এর কূটকচালি ঘিরে তৈরি হবেনা।
এই গল্পটিতে দেখানো হবে পাঁচ্ভাই এবং তাদের দাদুকে ঘিরে। যদিও বড় ভাই অল্প বয়সে মারা গেছেন। দাদুর আদরে আশীর্বাদে তারা বড় হয়ে উঠেছে। এবং এই ভাবেই তারা বড় হয়ে ওঠে। এবং তার দাদু ব্রহ্মচারী। এবং তারাও তাদের দাদুর আদর্শে বড় হয়ে ওঠে। তারাও ছোট থেকে চায় যাতে তাদের ওপর কোনো মেয়ের ছায়া না পরে। এটাই তাদের জীবনের মূল লক্ষ্য।
ফের ফুটতে চলেছে নবনীতার বিয়ের ফুল, পর্দায় কবে আসছে?

কারণ অতীতে ঘটে যাওয়া এক দুর্ঘটনার জেরে তারা কোনো মেয়ের কাছে যেতে ভয় পায়। তাই তারা নিশ্চিত করে যাতে তাদের জীবনে কোনো নারী না আসে। কিন্তু এই সিরিয়ালের অন্যতম এক মুখ্য চরিত্র সবসময় চায় যাতে ওই ব্রহ্মচারী পরিবারের ক্ষতি হয়। তাই সে নানান উপায় খুঁজে বের করে। এদিকে দুই বোন ব্রহ্মচারী দুই ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সব মিলিয়ে জমে উঠতে চলেছে এই ধারাবাহিকটি।