আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে একাধিক বদল, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
Multiple changes in higher secondary question papers from next year

নজরবন্দি ব্যুরোঃ আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক বদল আনা হল। যা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুটি করে প্রশ্নপত্র দিত পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ মন্ত্রীসভাই জেলের ভিতরে থাকবে, মলয় ঘটকের বাড়িতে সিবিআই অভিযানে বক্তব্য সুকান্তর

কিন্তু এ বার থেকে সেই নিয়মে বদল আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার থেকে দুটি নয়, একটিমাত্র প্রশ্নপত্র থাকবে উচ্চ মাধ্যমিকের জন্য। ওই প্রশ্নপত্রেই অবজেক্টিভ টাইপ প্রশ্নের পাশাপাশি সব ধরনের প্রশ্নই থাকবে। মূলত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে দীর্ঘ কয়েক বছর ধরে ‘পার্ট এ’ এবং ‘পার্ট বি’ এই দুটি প্রশ্নপত্র আকারে থাকত।

আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে একাধিক বদল, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পার্ট-এর জন্য থাকত আলাদা প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির উত্তর লিখতে হত পৃথক সাদা উত্তরপত্রে। পার্ট-বি থাকত কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট হিসাবে। তাতে থাকত এমসিকিউ, এসএকিউ-ধর্মী প্রশ্ন। সেগুলির উত্তর লিখতে হত প্রশ্নপত্রেই।

আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে একাধিক বদল, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পরীক্ষা শেষে পার্ট-এর সাদা উত্তরপত্র ও পার্ট-বির কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট একসঙ্গে সেলাই করে জুড়ে দিতে হত পরীক্ষার্থীদের। নতুন ব্যবস্থায় উচ্চমাধ্যমিকেও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার মতো থাকছে একটিই প্রশ্নপত্র ও একটিই উত্তরপত্র।

আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে একাধিক বদল, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে একাধিক বদল, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ছাত্র-ছাত্রী, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

HS Exam23: আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে একাধিক বদল, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ