SBI-এর শূন্যপদে একাধিক নিয়োগ, রইল আবেদন প্রদ্ধতি

নজরবন্দি ব্যুরো : SBI-এর শূন্যপদে একাধিক নিয়োগ, করোনা আবহে খুশির খবর, একাধিক পোষ্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই বিভিন্ন পদে বিপুল বেতনে নিয়োগ করছে SBI। কিভাবে আবেদন করবে? চলুন জেনে নেওয়া যাক। মোট শূন্য পদ,৪৫২টি।
আরও পড়ুনঃ সোনিয়া গান্ধী ও মায়াবতীকে ভারতরত্ন দেওয়া হোক, দাবি কংগ্রেস নেতার
তার মধ্যে রয়েছে, ( মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডেপুটি ম্যানেজার, ক্রেডিট প্রসিডিওরস ম্যানেজার, সিস্টেমস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিস্টেমস ডেপুটি ম্যানেজার, ইন্টারনাল অডিট ডেপুটি ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এমএমজিএস-৩ আইটি সিকিউরিটি এক্সপার্ট, টেকনিক্যাল লিড, সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাসিস্ট্যাস্ট ম্যানেজার, সিকিউরিটি অ্যানালিস্ট ডেপুটি ম্যানেজার,
নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশ্যালিস্ট ম্যানেজার, নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশ্যালিস্ট ম্যানেজার, ফায়ার ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট – এই সকল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন এসবিআই)।
SBI-এর শূন্যপদে একাধিক নিয়োগ, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ অনুযায়ী ৪১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২৩৭০০ টাকা – ৫১৪৯০ টাকা। আবেদনের শেষ তারিখ ১১ জানুয়ারি। অনলাইন আবেদন করুন এই ওয়েবসাইট এ –
https://www.sbi.co.in/web/careers