ছন্নছাড়া বিজেপি, দলীয় বৈঠকে দেখা মিলছে না সিংহভাগ পরাজিত প্রার্থীর।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ছন্নছাড়া বিজেপি, দলীয় বৈঠকে দেখা মিলছে না সিংহভাগ পরাজিত প্রার্থীর। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সদর্পে ঘোষণা করেছিলেন ২০০ র বেশী আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বাস্তবে ক্ষমতা দখল দূরে থাক প্রশান্ত কিশোরের কথামত ১০০ আসনের অনেক আগে ৭৭ আসনে থেমে যায় বিজেপির রথ। দুই সাংসদ নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার নিজেদের বিধায়ক আসন ছাড়ার পর তা দাঁড়িয়েছে ৭৫ এ।

আরও পড়ুনঃ স্পুটনিকের পর ফাইজার, আরও এক ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার পথে কেন্দ্র।

এদিকে রাজ্য জুড়ে দলীয় কর্মীদের উপর আক্রমনের অভিযোগে সরব বিজেপি। তবে দলের অন্দরে কান পাতলে অন্য খবর শোনা যাচ্ছে। দলের বৈঠকে দেখা মিলছে না পরাজিত প্রার্থীদের সিংহভাগদের। গতকালের দলীয় বৈঠকে সেই ছবি আরও প্রকট হয়ে দেখা দিল। বিভিন্ন জেলার পরিস্থিতি পর্যালোচনার জন্য হেস্টিংসে দলের দফতরে বৈঠকে ডাকা হয়েছিল সব পদাধিকারী ও প্রধান নেতাদের। বর্তমানে রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ ছাড়াও শুক্রবারের বৈঠকে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।

ছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে বিজেপির অতি গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদকের পাঁচ জনের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন সঞ্জয় সিংহ এবং সায়ন্তন বসু। আসেননি জ্যোতির্ময় সিংহ মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, রথীন বসু। রাজ্য বিজেপি-তে সহ সভাপতি রয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে জনা চারেক হাজির ছিলেন শুক্রবারের বৈঠকে। ১০ জন রাজ্য সম্পাদকের অনেকে আসেননি। এ ছাড়াও রাজ্য কমিটির বাছাই কয়েকজন সদস্যকে বৈঠকে ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিধাননগরে পরাজিত প্রার্থী সব্যসাচী দত্ত।

তিনি আসেননি। ডাক পেয়েও গরহাজির ছিলেন ডোমজুড়ে পরাজিত রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপি-র এক নেতার দাবি, ভোট পরবর্তী সময়ে এঁদের অনেকেই কোনও বৈঠকে আসছেন না। দলের বৈঠকে খুবই অনিয়মিত সহ-সভাপতিদের মধ্যে উল্লেখযোগ্য মুখ ভারতী ঘোষ। এই অনুপস্থিতির কথা কার্যত মেনে নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান “করোনা পরিস্থিতির জন্য যাঁরা দূরে থাকেন, তাঁদের অনেকে আসতে পারেননি। আবার অনেক অসুস্থ। এ ছাড়াও কারও কারও এলাকায় এত বেশি সন্ত্রাস হচ্ছে, যে তাঁরা এলাকা ছেড়ে কলকাতায় আসতে পারছেন না। কেউ কর্মীদের সামলাচ্ছেন। কেউ নিজের উপর হামলার ভয় পাচ্ছেন। তবে সকলেই দলের যোগাযোগের মধ্যে রয়েছেন।”

ছন্নছাড়া বিজেপি, দলীয় বৈঠকে দেখা মিলছে না সিংহভাগ পরাজিত প্রার্থীর। তবে দলের অন্দরমহল বলছে শুধুমাত্র বিধায়ক হতে আসা প্রার্থীরা শোচনীয় হারের পর থেকেই দলের সঙ্গে একপ্রকার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

Lifestyle and More...