পার্থ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ধীরে চলো নীতি, বিরোধী দলনেতাকে টিপস দিলেন মোহন ভাগবৎ!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ গতকালই কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরানো সহ একাধিক দাবি ছিল সেই মিছিলের। সামনের সারিতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অনেকে। কিন্তু দেখা যায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে। খোঁজ খোঁজ রব পড়ে মিডিয়ার মধ্যে। এতবড় মিছিলে শুভেন্দু নেই কেন?

আরও পড়ুনঃ কথা শুনছিলেন না, ইডির ডাকে অর্পিতা এসে বকা দিলেন পার্থকে, এক ধমকেই কাজ!

তাহলে শুভেন্দু কোথায়? বিজেপি সূত্রে খবর শুভেন্দু অধিকারী গতকাল কলকাতাতেই ছিলেন না। পার্থ কাণ্ডে বাংলা যখন উত্তাল, ঠিক সে সময় শুভেন্দু অধিকারী গিয়েছিলেন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবকের প্রধান কার্যালয়ে। সূত্রের দাবি, সঙ্ঘ প্রধান মোহন ভগবতের সঙ্গেও সাক্ষাত করেছেন শুভেন্দু অধিকারী। বাংলায় পঞ্চায়েত ভোটের আগে ভগবৎ-শুভেন্দুর সাক্ষাৎ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

পার্থ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ধীরে চলো নীতি, বিরোধী দলনেতাকে টিপস দিলেন মোহন ভাগবৎ!

সূত্রের খবর, পার্থ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ধীরে চলো নীতিতে চলার পরামর্শ দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবৎ। শুভেন্দু কোথায় এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমে জানিয়েছেন, “শুভেন্দু দা বড় অপারেশনে ব্যস্ত আছেন। তার কিছুটা ইঙ্গিত মিঠুন দা দিয়েছেন গতকাল। তাই মিছিলে আসতে পারেননি।” কিন্তু কি এই বড় অপারেশন? কি ইঙ্গিত?

পার্থ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ধীরে চলো নীতি, বিরোধী দলনেতাকে টিপস দিলেন মোহন ভাগবৎ!

উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী দুদিন আগে সাংবাদিক বৈঠক করেছিলেন বিজেপি কার্যালয়ে। সেখানে তিনি বলেছিলেন, ‘বিজেপির সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলেছেন তৃণমূলের ৩৮ বিধায়ক। এমনকী ২১ জন বিধায়ক সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।’ মিঠুনের দাবি অনুযায়ী যদি সত্যিই ৩৮ জন বিধায়ক বিজেপিতে যোগ দেন সেক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থা টলোমলো হতে পারে। হয়তো সেই কারনেই কিছুদিন আগে বিতোধী দলনেতা ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ২৪ সালে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে হবে।

পার্থ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ধীরে চলো নীতি, বিরোধী দলনেতাকে টিপস দিলেন মোহন ভাগবৎ!

পার্থ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ধীরে চলো নীতি, বিরোধী দলনেতাকে টিপস দিলেন মোহন ভাগবৎ!
পার্থ কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে ধীরে চলো নীতি, বিরোধী দলনেতাকে টিপস দিলেন মোহন ভাগবৎ!

উল্লেখ্য, ২০১৮ সালে ল কমিশন একটি রিপোর্টে জানিয়েছিল দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার মতো পরিস্থিতি রয়েছে। সেই সময়কার রিপোর্টে জানানো হয়েছিল আর্টিকেল ৮৩, আর্টিকেল ১৭২ ও রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট ১৯৫১ সংশোধন করলে একই সঙ্গে দুটি নির্বাচন হতে পারে। এর ফলে ধারাবাহিকভাবে বছরভর নির্বাচন হওয়ার সেই প্রবনতা অনেকটা কমবে। সেই রিপোর্টকে হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি?

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

Lifestyle and More...