কলকাতা লিগে দল নামাবে মোহনবাগান, আশাবাদী ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ এবারের কলকাতা লিগ শুরু হওয়ার আগে সমস্ত দলের কর্তাদের সঙ্গেই আলোচনায় বসতে দেখা গিয়েছিল আইএফএর সচিব জয়দীপ মুখোপাধ্যায় কে। তবে অন্যান্য দলের কর্মকর্তাদের তফর থেকে সিএফএল খেলার সবুজ সঙ্কেত মিললেও এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের যোগদান কে ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। একদিকে যেমন লগ্নিকারী সংস্থার সঙ্গে সমস্যা দেখা দিয়েছিল লাল-হলুদের সাবেক কর্তাদের, ঠিক অপরদিকে এফসির টুর্নামেন্ট থাকায় কলকাতা লিগে অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়ে ছিল মোহনবাগানের।

আরও পড়ুনঃরেশন দুয়ারে পৌঁছে দিতে নারাজ! ডিভিশন বেঞ্চে গেলেন ডিলারদের একাংশ

এই নিয়ে সবুজ-মেরুন ডিরেক্টর দেবাশিস দত্ত বলেছিলেন, তাদের তরফ থেকে কলকাতা লিগে অংশগ্রহন করার ইচ্ছে থাকলেও  এএফসি কাপের ম্যাচ পড়ে যাওয়ায় তাদের পক্ষে কলকাতা লিগে দল নামানো যে সম্ভব নয়। পাশাপাশি জাতীয় দলের শিবিরের জন্য ফুটবলারদের ডেকে নেওয়ায় তাদের পক্ষে প্রথম একাদশ তৈরি করা আরও কঠিন কাজ হয়ে উঠেছে। তবে কলকাতা লিগে মাঠে নামার কোনো সুযোগ পেলে তারা যে সেটা হাতছাড়া করবে না সেটাও বুঝিয়ে দিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। হয়ত এবারই তৈরি হয়েছে সেই সুযোগ।

শোনা যাচ্ছে আগামী ২২ তারিখ উজবেকিস্তানের অন্যতম শক্তিশালী দল ” নাসাফের ” মুখোমুখি হবে হাবাস ব্রিগেড। তারপর ২৪ সেপ্টেম্বর নিজেদের শহরে ফিরবে রয়কৃষ্ণারা। এই সময়ের মধ্যেই নিজেদের প্রতিশ্রুতি মত সিএফএলে দল নামিয়ে দু-একটি ম্যাচ খেলে ৩ অক্টোবর আইএসএলের প্রস্তুতির জন্য গোয়া যাওয়ার কথা ভাবছে বাগান শিবির।

কলকাতা লিগে দল নামাবে মোহনবাগান, আশাবাদী IFA কর্তারা

কলকাতা লিগে দল নামাবে মোহনবাগান, আশাবাদী ফেডারেশন

তাই সবকিছু ঠিক থাকলে আগামী  ২৭ সেপ্টেম্বর কলকাতার মাঠে নামতে পারে এটিকে।তবে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের তরফ থেকে কলকাতা লিগে দল নামানোর ব্যপারে এখনও কিছু না জানানো হলেও সবুজ-মেরুন শিবিরের মত তারাও ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতির জন্য কলকাতা লিগে মাঠে নামে কিনা এখন সেদিকেই তাকিয়ে সবাই।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

Lifestyle and More...