মোদীই আমাদের বস, অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

মোদীই আমাদের বস, অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Modi is our boss, said the Prime Minister of Australia

নজরবন্দি ব্যুরো: বিদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁরা সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন মন্দিরে যে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তিরা, তা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে তাঁরা সাংবাদিক বৈঠক করেন।

আরও পড়ুন: অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, দিল্লির আদালতে খারিজ কেষ্টর আর্জি

সেখানেই তাঁরা এই সাম্প্রতিক হামলা নিয়ে কড়া বার্তা দেন। তিন দিনের সফরে বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন মোদি। সিডনিতে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝাতে মোদী বলেন, ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক “টি-টোয়েন্টি মোডে” প্রবেশ করেছে।

মোদীই আমাদের বস, অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সাংবাদিকদের উপস্থিতিতে মোদী বলেন, “আমি প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালব্যানিজ এবং সমস্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্তদের এই বছরের ক্রিকেট বিশ্বকাপ দেখতে ভারতে আমন্ত্রণ জানাচ্ছি।” ভারতের প্রধানমন্ত্রী যোগ করেন, ওই সময় এলে “দীপাবলি উদযাপনও দেখতে পাবেন আপনারা।” অপরদিকে মঙ্গলবার অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ় বললেন, ‘‘মোদীই আমাদের দ্য বস্।’’

মোদীই আমাদের বস, অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
মোদীই আমাদের বস, অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আর এই কথা বুঝিয়ে দিচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক এই মুহূর্তে কতটা নিবিড়। সিডনিতে অনাবাসী ভারতীয়দের সভায় মঙ্গলবার হাজির ছিলেন মোদী এবং অ্যালবানিজ়। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রিয় সঙ্গীত তারকা ব্রুস স্প্রিংস্টিনের তুলনা করেন তিনি। রক সঙ্গীতের মহানায়ক তাঁর অনুরাগীদের কাছে বিশ্ব জুড়ে ‘দ্য বস্‌’ নামে পরিচিত।

মোদীই আমাদের বস, অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

মোদীই আমাদের বস, অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জাপান এবং পাপুয়া নিউগিনি ঘুরে ত্রিদেশীয় সফরের শেষ পর্বে সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার সে দেশে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ়ও। ভারতে বিনিয়োগের বার্তা নিয়ে সিডনিতে অস্ট্রেলীয় শিল্পপতিদের এক সভাতেও যোগ দেন মোদী।