নজরবন্দি ব্যুরোঃ আজ বঙ্গ সফরের তৃতীয় দিনে বাঁকুড়ায় মিঠুন চক্রবর্তী । তাঁকে দেখতে হোটেলের সামনে ভিড়। গঙ্গাজলঘাটির দুর্লভপুরে আজ বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে। এর পর শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন মিঠুন।
আরও পড়ুনঃ তদন্ত যতদিন চলতে থাকবে, ততদিন জেলবন্দী থাকব? আদালতে প্রশ্ন মানিকের
মেনুতে ছিল ভাত-ডাল, সবজি, আলু পোস্ত, মাছ। নিজেই রান্না করেছেন বিধায়ক। বিকেলে মেজিয়া কলেজ মাঠে মিঠুনের সভা। আগামীকাল বিষ্ণুপুরের সোনামুখীতে কর্মসূচি। কেলাই গ্রামের ভাঙাচোরা কাঁচা রাস্তা দিয়ে যখন চন্দনার বাড়িতে পৌঁছলেন মহাগুরু তখন মিঠুনকে ফুল, মালা, উত্তরীয় পরিয়ে স্বাগত জানান গ্রামের মহিলারা।
‘মহাগুরু’র পছন্দের আলু পোস্ত-সহযোগে মধ্যাহ্নভোজ খাইয়ে আপ্লুত চন্দনা। মিঠুন ছারাও তাঁর সঙ্গে বিধায়ক চন্দনার বাড়িতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। মহাগুরুকে চোখের দেখা দেখতে গ্রামে হাজির হন আশপাশের গ্রামের বহু মানুষ।খাওয়ার মাঝেই মিঠুন বলেন,

‘‘এ খাবারে মিশে রয়েছে ভালবাসা। এ খাবার এমনিই ভাল হয়ে যায়। এটাই আমার পছন্দের খাবার। চন্দনা নিজে হাতে শালপাতা তৈরি করে এনে তাতে আমায় খেতে দিয়েছে।’’ মিঠুন কে আপ্যায়ন করে কি বললেন বিধায়ক চন্দনা?
চন্দনার বাড়িতে পাত পেড়ে খেলেন মহাগুরু, কি ছিল মেনুতে?
তিনি জানান, ‘‘ছোট বেলায় টিভির পর্দায় মহাগুরুকে দেখেছিলাম। ভাবতে পারিনি তিনি কোনও দিন আমার বাড়িতে আসবেন বা আমার হাতের রান্না খাবেন। নিজে হাতে তাঁকে খাবার পরিবেশন করে আমি ধন্য।’’