নজরবন্দি ব্যুরো: মিমি চক্রবর্তীর কোভিড পরীক্ষা হঠাৎই! কোভিড যখন সবেমাত্র ভারতে ধীরে ধীরে থাবা বসাচ্ছে, সেই সময় মিমি তড়িঘড়ি ফিরে এসেছিলেন লন্ডন থেকে। তিনি লন্ডনের ছিলেন ছবির শুটিংয়ের জন্য।
আরও পড়ুনঃ ব্যাপকহারে মূল্য বৃদ্ধির পর ভারতে সস্তা হল সোনা, মূল্যহ্রাস কলকাতাতেও।
প্যানডেমিক সিচুয়েশনে সেখানে আটকে না থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মিনি ফিরে আসেন বাংলায়। তবে সেই পরিস্থিতি কাটিয়ে তিনি ফের রওনা দিচ্ছেন লন্ডনে। যাওয়ার আগে তিনি কোভিড পরীক্ষা করিয়ে ফেললেন।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও তিনি পোস্ট করেছেন। মিমির নমুনা সংগ্রহ করলেন স্বাস্থ্যকর্মী পিপিই কিট পড়ে। মিমি জানান কোভিদ পরীক্ষা করিয়েছেন তিনি এবং তার গোটা টিম।
মিমি চক্রবর্তীর কোভিড পরীক্ষা হঠাৎই! সৌভাগ্যবশত নেগেটিভ এসেছে সকলেরই পরীক্ষার ফলাফল। আমলা, অ্যালোভেরা এবং হলুদের টোটকা কাজে এসেছে বলেই মিমি আশা করছেন। মিমি আপাতত রওনা দিয়েছেন নিজের ছবির শুটিং শেষ করার জন্য লন্ডনের পথে।