এমআই 11 আল্ট্রা মডেলের ক্যামেরাই বাজি হতে চলেছে Xiaomi-র।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: বাজারে লঞ্চ করেছে Mi 11 কিছুদিন আগেই।এই মডেল লঞ্চ হওয়ার  সঙ্গেই জল্পনাও শুরু হয়েছিল Mi 11 ফ্ল্যাগশিপ সিরিজের আর এক নতুন মডেল নিয়ে।এবার এক ফিলিপিনো ইউটিউবার সেই জল্পনাই আরও উস্কে দিলেন। Mi 11 Ultra মডেলের ছবি ও ভিডিয়ো শেয়ার করলেন। সেখান থেকে পরিষ্কার, এখনও অবধি এত চমৎকার ক্যামেরা সেটআপ কোনও ফোনেই দেয়নি Xiaomi।

আরও পড়ুনঃ সবই আধ্যাত্মিক যোগের ফল! মিঠুনের বাড়িতে RSS প্রধান মোহন ভগবত।

ভিডিয়োটি তুলে নেওয়া হলেও, রয়ে গিয়েছে ছবি। সেই ডিভাইস ইরাশিয়ান ইকোনমিক কমিশন (Eurasian Economic Commission) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড( Bureau of Indian Standards) থেকে সার্টিফিকেশন পেয়েছে, যার মডেল নম্বর M2012K1G এবং কোডনেম ‘স্টার’। জনপ্রিয় সেই ইউটিউবারের দাবি, এই ফোনটিই আসলে Mi 11 Ultra। পাশাপাশিই ইঙ্গিত এ-ও মিলেছে যে, একবার যখন ফোনটি BIS সার্টিফিকেশন পেয়ে গিয়েছে, ভারতে শীঘ্রই লঞ্চ হবে।

যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, তাতে Xiaomi Mi 11 Ultra-র দুটি রঙের অপশন দেখানো হয়েছে;একটি কালো এবং আর একটি সাদা। ফোনটি এক ঝলক দেখলে যে কারও প্রথমেই নজর কাড়বে, ফোনের ক্যামেরা বাম্প। বীভৎস এই ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যাতে একটি পেরিস্কোপ জ়ুম লেন্স দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

শাওমি এমআই 11 আল্ট্রা (Xiaomi Mi 11 Ultra) মডেলে একটি 6.8 ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হয়েছে, যাতে কার্ভড এজেসও থাকছে। এই স্ক্রিন WQHD+ রেজেলিউশন অফার করবে যার রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লের ঠিক উপরের বাঁ দিকে পাঞ্চ-হোল কাট থাকছে। সেখানেই ফ্রন্ট ফেসিং সেন্সর হিসেবে একটি 20MP সেলফি ক্যামেরা থাকবে। স্ক্রিনের প্রোটেকশনের জন্য Corning Gorilla Glass Victus দেওয়া হচ্ছে। এছাড়াও ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP68 রেটিং-সহ লঞ্চ হবে ফোনটি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...