নজরবন্দি ব্যুরো: সপ্তাহান্তে টানা ৩ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা মেট্রো! ওই টানা ৩ ঘণ্টা চলবে না মেট্রো! এমনটাই বিবৃতি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি মেট্রোর নয়া সময়সূচীও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সপ্তাহের শেষে ভোগান্তির শিকার হতে চলছেন নিত্য যাত্রিরা।
কি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ? সূত্রের খবর, মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর একাংশ। তবে কাজ শেষ হওয়ার পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আগামীকাল ২৭ মে সকাল ৬:৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত এই পাওয়ার ব্লক চলবে। তবে সকালবেলা মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলার সময়ে দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো চলবে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ অবধি। নিত্য যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিওবা শনিবার সকালের মধ্যেই এই কাজ শেষ করে ফেলা হবে বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ। আর কাজ শেষে শনিবার সকাল ১০টা থেকে আবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।
এপ্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, কোনও ভাবেই যাতে যাত্রীদের সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই সপ্তাহান্তেই মেট্রোর এই কাজ করা হচ্ছে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কাজ হবে বলেই জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক।