নজরবন্দি ব্যুরোঃ রবিবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি। জানা গিয়েছে, দক্ষিণ চিন সাগর ও প্রশান্ত মহাসাগরে সুনামি তৈরি হয়েছে। সেই সঙ্গে হয় সাত মাত্রার অতি তীব্র ভূমিকম্প। রাজধানী শহর তাইপে জুড়ে দুলতে থাকে সব কিছু।
জানা গেছে, শুরুতে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২ পরে তা ৬.৯ গিয়ে দাঁড়ায়। তাইওয়ানের সংবাদসংস্থা সিএনএর ক্তরফে জানানো হয়েছে, ইয়ুলি শহরের একটি বাড়ি ধসে গেছে।
ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভূমিকম্পের একাধিক ছবি। সেখানে একাধিক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, কম্পন অনুভূত হয়েছে তাইওয়ানের রাজধানী তাইপেয়ী শহরেও।

গত শনিবারেও তাইওয়ানের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেখানে তীব্রতা ছিল ৬.৬। কিন্তু সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম। কিন্তু রবিবার দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র তাইতুং।
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

একইসঙ্গে এদিন ফুজিয়ান, গুয়াংডং, জিয়াংশু ও সাংহাই শহরের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে তাইওয়ানে ১৯৯৯ সালে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার ২৪০০ জনের মৃত্যু হয়েছিল। তাই এবারেও বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।