নজরবন্দি ব্যুরোঃ স্পেন সফর শেষ করে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই প্রবাসী বাঙালিদের সঙ্গে রাজ্য সংগীতে গলা মেলাতে দেখা গেল তাঁকে। অর্থাৎ, ‘বাংলার মাটি, বাংলার জল’ গান। বিধানসভাতেই এই গানটিকে রাজ্য সংগীত হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের আগে। সেক্ষেত্রে বলা যেতে পারে, প্রথমবারের জন্য কোনও সরকারি অনুষ্ঠানে রাজ্য সংগীত গাইলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ নিউটাউনে তৈরি হবে বিশ্বমানের শপিং মল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সবুজ সংকেত দিল সংস্থা
রাজ্যে লগ্নি আনতে স্পেনের পর দুবাই সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে স্পেনের শিল্পপতিদের সঙ্গেও মাদ্রিদ ও বার্সেলোনায় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। স্পেনের ফুটবল নিয়ামক সংস্থা লা-লিগা বাংলায় একটি অত্যাধুনিক অ্যাকাডেমি খুলবে বলে কথা দিয়েছে। সে জন্য কিশোর ভারতী স্টেডিয়ামকে নির্বাচন করা হয়েছে।
নিউটাউনে একটি বিশ্বমানের শপিং মল তৈরি করতে পারে বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠী। শুক্রবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সংস্থার ডিরেক্টর আশরফ আলি। এই বৈঠকেই শপিং মল তৈরির বিষয়টি স্থির হয়েছে বলে সূত্রের খবর।

দুবাইয়ে বাংলার মাটি! প্রবাসী বাঙালিদের সঙ্গে রাজ্য সংগীতে গলা মেলালেন মমতা
সূত্রের খবর, বাণিজ্য সম্মেলনে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির চিত্র তুলে ধরেন শিল্পপতিরা। এরপর প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শেহাদ খানেম নিজের লেখা বইয়ের বাংলা অনুবাদ উপহার দেন মুখ্যমন্ত্রীকে। এছাড়াও মুখ্যমন্ত্রীকে দুবাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের সংগঠনের তরফে অভ্যর্থনা জানানো হয়। দুবাই সফর বেশ ভালোই কাটছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
