নজরবান্দি ব্যুরোঃ রাজ্য পুলিশের জন্য কল্পতরু হয়ে উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় উর্দি বানানোর ভাতা ২০০ থেকে করে দিলেন ১৫ হাজার। বললেন, এত কম টাকায় পাজামাও হয় না। এদিন মমতা পুলিশের জন্য কী কী সুবিধা এনে দিলেন, তার একটা ঝলক দেখে নিন।
আরও পড়ুনঃ মাদক মামলায় স্বস্তি নেই রিয়া ও ভাই সৌভিকের, NCB’র খসড়া চার্জশিটে অভিযুক্ত তারা
# ৬ জন ডিএসপি (ডেপুটি পুলিশ সুপার) পদোন্নতি, এএসপি (অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার) পদে উন্নীত হলেন তাঁরা
# কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে
# ৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়
# এবার থেকে এএসপি ও এসডিপিও-রা পাবেন বিশেষ ভাতা। ASP-দের জন্য মাসে ২৫০০ টাকা ও SDPO-দের জন্য মাসে ২০০০ টাকা ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
# এছাড়া উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসাররা, আগে তা ছিল মাসে মাত্র ২০০ টাকা
রাজ্য পুলিশের জন্য কল্পতরু মমতা, নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
# নতুন করে ২০০ জন WBPS, WBCS নিয়োগ করা হবে রাজ্যে
# ৪০ ঊর্ধ্ব পুলিশ অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা হবে বিনামূল্যে ।