Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা, চলবে টানা ৩০ ঘন্টা

Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা, চলবে টানা ৩০ ঘন্টা
Mamata Banerjee two days dharna in Kolkata

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কন্ঠরোধের অভিযোগে বুধবার থেকে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটানা ৩০ ঘন্টা ধরে চলবে তাঁর এই ধর্না । ঠিক ১২ টা নাগাদ উপস্থিত হলেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর দল্র সতীর্থরা। ধর্নার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাজে যাতে না কোনও অসুবিধা হয়, সেজন্য একটি ছোট অফিসের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা।

আরও পড়ুনঃ Kolkata: যানজটে স্তব্ধ কলকাতা, কতক্ষণ চলবে দুর্ভোগ?

এদিন বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে মাল্যদান করে অবস্থান কর্মসূচি শুরু করে দিয়েছেন তিনি। রাতভর চলবে ধর্না। ধর্নামঞ্চে উপ্সথিত হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুব্রত বক্সি সহ দলের অন্যান্য নেতারাও। রাতভর চলবে এই ধর্না কর্মসূচি।

Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা, চলবে টানা ৩০ ঘন্টা
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা, উপস্থিত সতীর্থরাও 

মূলত যে যে দাবিগুলিকে সামনে রেখে তৃণমূলের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে, তা হল বিজেপি সরকার ন্যায্য পাওনা থেকে বাংলাকে বঞ্চিত করেছে। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের প্রাপ্য ১ লক্ষ কোটি টাকা। ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা নিয়েও সরব হয়েছেন তাঁরা। একইসঙ্গে গণতন্ত্রের কন্ঠরোধ ও বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়েও সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা, উপস্থিত সতীর্থরাও 

Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা, চলবে টানা ৩০ ঘন্টা
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্নায় বসলেন মমতা, উপস্থিত সতীর্থরাও 

শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, জেলায় জেলায় একই দাবিতে ধর্না কর্মসূচি জারি রাখবেন তৃণমূলের নেতারা। একইসঙ্গে দিল্লিতেও গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। সব মিলিয়ে কেন্দ্রের বন্দনার বিরুদ্ধে আরও সুর চড়াতে মরিয়া তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে নির্ঘন্ট ঘোষণার আগেই জনমত আদায় করতে অভিনব কর্মসূচি শুরু করলেন তৃণমূল সুপ্রিমো।