Mamata Banerjee: বিরোধী বিধায়কের অভিযোগে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, দালাল চক্র রুখতে জরুরি ব্যবস্থা

বিরোধী বিধায়কের অভিযোগে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, দালাল চক্র রুখতে জরুরি ব্যবস্থা
mamata accept bjp complaint about dalal raj hospital

নজরবন্দি ব্যুরো: সরকারি হাসপাতালে দালাল চক্র নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আজ বিধানসভায় এই বিষয়ের মুখ খুললেন তিনি। বললেন, হাসপাতালের দালাল চক্র আমি সমর্থন করি না। কাউকে দেখতে পেলেই ধরবেন। আর এবিষয়ে তিনি দায়িত্ব দেন হেলথ ডিপার্টমেন্টকে। এর আগে বহু বার বিরোধীরা অভিযোগ করেছেন এই সরকারি হাসপাতালে দালাল চক্র নিয়ে।

আরও পড়ুনঃ ‘মমতার মাস্টারস্ট্রোক কোন দলই বুঝতে পারেনি’, দাবি মিঠুনের

সেই অভিযোগের জের টেনেই বিধানসভায় বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন স্বাস্থ্য পরিষেবায় দালালচক্রের রমরমা নিয়ে।  আর তখনই মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির বিধায়ক একটি যথার্থ বিষয়ের উল্লেখ করেছেন। এটা বাস্তব। আগে পিজি হাসপাতালেও সমস্যা ছিল।

বিরোধী বিধায়কের অভিযোগে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, দালাল চক্র রুখতে জরুরি ব্যবস্থা
বিরোধী বিধায়কের অভিযোগে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, দালাল চক্র রুখতে জরুরি ব্যবস্থা

স্বাস্থ্য দফতর একটা ডেটা ব্যাংক তৈরি করুন। যাতে কোন হাসপাতালে কী হচ্ছে সেটা জানা যায়। তবে আমি মনে করি অভিযোগ উঠলে তদন্ত হওয়া উচিত। এবং হাসপাতালে দালালদের হদিস পাওয়ার প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘আমি যদি মোবাইল দিয়ে মনিটরিং করতে পারি, তা হলে স্বাস্থ্য দফতর পারবে না কেন?’’ এরপর মুখ্যমন্ত্রী ফের বলেন, চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে চিঠি লিখুন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

বিরোধী বিধায়কের অভিযোগে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, দালাল চক্র রুখতে জরুরি ব্যবস্থা

mamata 2 4ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, এরপরই তিনি আজ বিধানসভায় জানান বর্তমানে রাজ্যে ৪০ হাজার বেড বাড়ানো হয়েছে। ৪৭টি ট্রমা কেয়ার সেন্টার, ২৭ এইচডিইউ করা হয়েছে। চিকিৎসক, নার্সিং, স্টাফ, আশা কর্মীর সংখ্যাও বেড়েছে।