বিউটি পার্লারে কাজ করতে বাড়ি থেকে পালিয়ে ৩ কিশোরী সোজা বেঙ্গালুরু, তারপর?
malda news update

নজরবন্দি, মালদা: বিউটি পার্লারে কাজ করে স্বাবলম্বী হওয়ার সখ হয়েছিল দশম শ্রেণির ছাত্রী ৩ কিশোরীর। বাড়িতে কিছু না বলে ট্রেনে চেপে স্কুল থেকে তিনজনেই কলকাতা হয়ে বেঙ্গালুরু পৌঁছে যায়। কিন্তু শেষ পর্যন্ত অভিভাবকদের অভিযোগ পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে এসেছে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান! কি হবে এই টাকায়? প্রশ্ন উঠতেই ব্যাখ্যা পর্ষদের

ঘটনাটি ঘটেছে গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার। ওইদিন স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় কদুবাড়ি, কদুবাড়ি সংলগ্ন আনন্দপল্লী এবং শ্যামনগর এলাকার বাসিন্দা দশম শ্রেণির তিন ছাত্রী। কিন্তু স্কুল ছুটি হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তিন কিশোরীর বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

Malda: বিউটি পার্লারে কাজ করতে বাড়ি থেকে পালিয়ে ৩ কিশোরী সোজা বেঙ্গালুরু, তারপর?

ওই দিনই সন্ধ্যেবেলা এক কিশোরীর বাবা তিনজন কিশোরীর বিবরণ দিয়ে গাজোল থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে গাজোল থানার পুলিশ। তদন্ত চালিয়ে মোবাইল সহ অন্যান্য সূত্রকে কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে পালিয়ে যাওয়া তিন কিশোরী রয়েছে বেঙ্গালুরুতে।

বিউটি পার্লারে কাজ করতে বাড়ি থেকে পালিয়ে ৩ কিশোরী সোজা বেঙ্গালুরু, তারপর?
বিউটি পার্লারে কাজ করতে বাড়ি থেকে পালিয়ে ৩ কিশোরী সোজা বেঙ্গালুরু, তারপর?

তাঁদের এলাকারই একটি মেয়ে বেঙ্গালুরুতে থাকে। সেখানে তাঁর বিউটি পার্লার রয়েছে। এই তিন কিশোরীর ইচ্ছে হয়েছিল বিউটি পার্লারে কাজ শিখে সেখানেই থেকে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না। এরপরই শক্তি বাহিনীর সাহায্য নিয়ে ওই তিন কিশোরীকে উদ্ধার করার জন্য বেঙ্গালুরু পৌঁছে যায় গাজোল থানার পুলিশ।

বিউটি পার্লারে কাজ করতে বাড়ি থেকে পালিয়ে ৩ কিশোরী সোজা বেঙ্গালুরু, তারপর?

সেখান থেকেই ২০ সেপ্টেম্বর উদ্ধার করা হয় তিন কিশোরীকে। নিয়ম অনুযায়ী শুক্রবার তিন জনকেই আদালতে পেশ করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।