নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের শেষের দিকে শুরু হতে চলেছে আইপিএল । বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এটি। এই লিগে জনপ্রিয় দলগুলির মধ্যে একটি হল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দলও। মহেন্দ্র সিং ধোনি খেলছেন। রায়নার মতো ক্রিকেটার খেলেছেন এই দলে।
আরও পড়ুনঃ ফের মতপার্থক্য ইমামি ও ইস্টবেঙ্গলের, কী হবে নতুন মরশুমে?
বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের প্রস্তুতিতে যোগ দিয়েছেন। অন্য দিকে, আর এক দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটার সুরেশ রায়না। তবে আইপিএলে নয়। একটি অন্য লিগে।একদিকে মাহি যখন সিএসকে শিবিরে ঘাম ঝরাচ্ছেন,
অন্য দিকে রায়না পৌঁছে গিয়েছেন কাতারে। আগামী ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্স। একটা সময় ধোনি-রায়না চেন্নাইকে একাধিক ম্যাচ জিতিয়েছে। দলের অন্যতম শক্তি ছিল এই দু’জন। কিন্তু শেষ আইপিএলে অবিক্রিত ছিলেন রায়না।

তারপর ধারাভাষ্যে হাতেখড়ি হয়। কিন্তু আবার ক্রিকেটে ফিরছেন। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার সিদ্ধান্ত নেন তিনি। এই প্রসঙ্গে রায়না বলেন, ‘এই টুর্নামেন্টে খেলার জন্য আমি উদগ্রীব। ভারতের হয়ে আবার প্রতিনিধিত্ব করতে পারব ভেবে ভাল লাগছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই আনন্দের।
IPL এর প্রস্তুতি শুরু করলেন মাহি, ক্রিকেটে ফিরলেন রায়না
এবার ট্রফি আনার চেষ্টা করব।’ আইপিএলে খুবই সফল রায়না। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও দুর্দান্ত। এবার নতুন ভূমিকা কেমন পালন করেন সেটাই দেখার।