নজরবন্দি ব্যুরো: আগামী বছর হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। শীঘ্রই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। ভোটের কারণে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হয়েছে। তবে জানা যাচ্ছে, মাধ্যমিক পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রকাশিত হতে পারে নতুন রুটিন। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মধ্য শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের হার মানতে পারেনি, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক
মধ্য শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-এর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই স্কুলে স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়। এদিকে টানা পুজোর ছুটির কারণে সিলেবাস শেষ হয়নি, যার ফলে চিন্তায় পড়েছেন শিক্ষকরা। সবমিলিয়ে যথেষ্ট জটিল পরিস্থিতি হলেও বোর্ড পরীক্ষায় ভালো নম্বর আনার জন্য চলছে জোরকদমে প্রস্তুতি। সিলেবাসের চিন্তা থাকলেও ভালো ফলের আশা করছে পরীক্ষার্থীরা।
প্রায় একমাসের ছুটি কাটিয়ে গত ১৭ নভেম্বর থেকে পুরোদস্তুর স্কুল খুলেছে। ইতিমধ্যেই টেস্ট পরীক্ষার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শিক্ষক মহল বলছে, স্কুল ছুটি থাকায় সিলেবাস শেষ করা হয়নি। তাই কমপক্ষে এক সপ্তাহের ক্লাস করিয়ে তবে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। পাশাপশি মাধ্যমিক এগিয়ে আসায় পরীক্ষার্থীদের উপর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের পরীক্ষার ফল প্রকাশের সময়েই মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল।
ভোটের কারণেই এগিয়ে এসেছিল মাধ্যমিক, তবে এবার বাড়ছে পরীক্ষা পিছানোর সম্ভাবনা
