নজরবন্দি ব্যুরো: শুক্রবার প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিকের ফলাফল। এদিন সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষ পর্ষদের সভাপতি। একইসঙ্গে আগামী বছর পরীক্ষা কবে তাও জানানো হল। ২০২৪ সালে ফেব্রুয়ারির ২ তারিখ দিয়েই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কখন থেকে শুরু হবে পরীক্ষা, কোন দিন কি পরীক্ষা, বিস্তারিত জানিয়ে দিল মধ্য শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, কলকাতা কোথায়?
২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১.৪৫ মিনিট থেকে দুপুর ৩ টে পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেখার জন্য পাবে। ২ তারিখ হবে প্রথম ভাষা এবং ৩ ফেব্রুয়ারি হলে দ্বিতীয় ভাষার পরীক্ষা। দেখে নিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট।

২ ফেব্রুয়ারি – প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা
৫ ফেব্রুয়ারি – ইতিহাস
৬ ফেব্রুয়ারি – ভূগোল
৮ ফেব্রুয়ারি – গণিত
৯ ফেব্রুয়ারি – জীবনবিজ্ঞান
১০ ফেব্রুয়ারি – ভৌতবিজ্ঞান
১২ ফেব্রুয়ারি – ঐচ্ছিক বিষয়
এখনও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশনেড় পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি। এই দুটি পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম ভাষা অর্থাৎ বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, নেপালি, ওড়িয়া, তেলুগু, তামিল, সাঁওতালি, মডার্ন টিবেটান, গুরমুখি (পাঞ্জাবি) ভাষার পরীক্ষা হবে। দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি (যদি অন্য কোনও ভাষা প্রথম ভাষা হিসাবে থাকে) বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হিসাবে থাকে)।

২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাজি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭ (৯৯.৫৭)। ৬৯১ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যালের ছাত্র শুভম পাল এবং রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার। প্রথম দশে রয়েছে ১১৮ জন। প্রথম দশে নেই কলকাতা। মাধ্যমিক পরীক্ষায় জেলাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৬.৮১ শতাংশ)। দ্বিতীয় স্থানে কালিম্পং এবং তৃতীয় স্থানে থাকা কলকাতায় পাশের হার ৯৩.৮১ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।
আগামী বছর কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা? জানিয়ে দিল পর্ষদ
