নজরবন্দি ব্যুরো: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকালই তাঁকে প্রেসিডেন্সি জেলা নিয়ে যাওয়া হয়েছে। আদালতের নির্দেশের পরের দিনেই এক সময়ের সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিশেষ পরামর্শ দিলেন পার্থকেও। তাঁর কথায়, জীবনে কিছু সময় একা থাকাটাও একটা আর্ট।
আরও পড়ুনঃ Dumdum Metro: দমদম মেট্রো স্টেশনে বিপুল সোনার গয়না,গ্রেফতার ১
তৃণমূল বিধায়ক বলেন, “জীবনে কিছু সময় একা থাকতে হয় আর এই একা থাকাটাও একটা আর্ট”। প্রসঙ্গত, গতকাল পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে প্রবেশের মুহুর্তে বলেন, ‘এ জীবনে আর কী আছে?’ আর এই কথাটার প্রেক্ষিতেই মদন মিত্র পার্থর উদ্দেশ্যে করে বসলেন মন্তব্য।

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক তাপস রায়। দুই জনের মন্তব্যের পরেই মদন বলেছিলেন, তাপস রায় কি বলেছে সে বিষয়ে তো আমি মন্তব্য করতে পারব না। তাপস রায় একজন অনেক সিনিয়র লিডার। তাপস আজকের ছেলে নয়, তাপস যখন কিছু বলেছে এবং এটাও তো ঠিক পার্থ ভেতর থেকে যখন বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছে ষড়যন্ত্রটা কার বলে দিক। আমিও তো ২৩ মাস কাস্টডিতে ছিলাম আমি তো বলিনি ষড়যন্ত্র হয়েছে।
জীবনে কিছু সময় একা থাকাটাও একটা আর্ট, পার্থকে বললেন মদন

তবে পার্থ চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যের মধ্যেই কুণালম ঘোষের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে। তিনি বলেন, ”আমি যখন জেলে ছিলাম, আমায় পাগল বলেছিল। এখন জেলে ঢুকে দেখুক, কেমন লাগে। ওকে যেন জেলে কোনও স্পেশাল সুবিধা না দেওয়া হয়। আমার জেলে পরিচিত আছে, একটুও স্পেশাল সুবিধা পেলে আমি দেখব।”