IPL23: আইপিএলেও এবার সবুজ মেরুন জার্সি, KKR-র বিরুদ্ধে এই জার্সি পরেই মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস

আইপিএলেও এবার সবুজ মেরুন জার্সি, KKR-র বিরুদ্ধে এই জার্সি পরেই মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস
Lucknow Super Giants will enter the field after wearing the green maroon jersey

নজরবান্দি ব্যুরো: আইপিএলেও এবার সবুজ মেরুন। মোহনবাগানের জার্সি পরে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস । আগামী ২০ মে শনিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই লখনউ মাঠে নামবে সবুজ মেরুন জার্সিতে। বৃহস্পতিবার নয়া জার্সির ছবি প্রকাশ করল লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন: কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা আছেন প্রথম পাঁচে?

লখনউ টিম ম্যানেজমেন্টের তরফে আগেই জানানো হয়েছিল, কলকাতার মাঠে বিশেষ জার্সি পরে খেলতে নামবে তাঁদের দল। বৃহস্পতিবার সবুজ মেরুন রঙের নতুন জার্সি উন্মোচন করা হয়। একই সঙ্গে লখনউয়ের তরফে টুইট করে বলা হল, তাঁদের প্রিয় ফুটবল দল মোহনবাগানই।

IPL23: আইপিএলেও এবার সবুজ মেরুন জার্সি, KKR-র বিরুদ্ধে এই জার্সি পরেই মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস

শোনা যাচ্ছে, আইপিএলের আগামী মরশুমগুলিতেও এই সবুজ মেরুন জার্সি পরেই খেলতে পারে কে এল রাহুলের দল। তবে সরকারিভাবে এই সিদ্ধান্ত প্রসঙ্গে কিছু জানা যায়নি। উল্লেখ্য, লখনউ ও মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

IPL23: আইপিএলেও এবার সবুজ মেরুন জার্সি, KKR-র বিরুদ্ধে এই জার্সি পরেই মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস

মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন, এটিকে হঠানো হচ্ছে। তার বদলে নতুন নাম হবে মোহনবাগান সুপারজায়ান্টস। নতুন মরসুমে এই নামেই মাঠে নামবে শতাব্দী প্রাচীন ক্লাব। এবার ক্রিকেটেও মিশতে চলেছে ফুটবলের রং।

আইপিএলেও এবার সবুজ মেরুন জার্সি, KKR-র বিরুদ্ধে এই জার্সি পরেই মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস

IPL23: আইপিএলেও এবার সবুজ মেরুন জার্সি, KKR-র বিরুদ্ধে এই জার্সি পরেই মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লখনউ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া জানান,’মোহনবাগান নিয়ে আগে থেকেই জানতাম। এই বছরে চ্যাম্পিয়ন হয়েছে। আমি মোহনবাগানের খেলা দেখতে চাই। মোহনবাগান সমর্থকদের অনুরোধ, শনিবার আমাদের সমর্থন করতে মাঠে আসুন।