ছন্দে বাঁচে মানুষ! টুম্পা সোনার সুরে শুনশান কেশপুরে উড়ল হাজার হাজার লাল পতাকা।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ  ছন্দে বাঁচে মানুষ! মানুষ লড়াইয়ে বাঁচে কথাটা যতটা সত্যি,ততটাই সত্যি বোধহয় এই কথাটাও । একটা ছন্দ, একটা কথা মানুষকে তুলে এনে দাঁড় করিয়ে দিতেই পারে আবার আগের জায়গায়। আর এই কথা গুলো এই মুহুর্তে ভীষণ ভাবে সত্যি হয়ে উঠছে বাংলায় বামেদের মিছিলে। ২১ এর নির্বাচনে বামেরা শুরু করছে ৭ থেকে ১০০এর দিকের পথ হাঁটায়। লড়াইয়ে প্রতি দল নিজেদের মত অরে গান বাঁধছে, কেউ কেউ চটকদারী স্লোগান আনছে, কেউ ফ্যাসীবাদী গানের সুর থেকে গান বানাচ্ছে নিজেদের জন্য। এসবের মাঝেই বামেরা আনল নিজেদের নতুন ঝলক। আর হাজার বিতর্কের মাঝেও সেই গানের শুরেই নতুন বিশ্বাস নিয়ে ফিরছে পুরনো বামেরা।

আরও পড়ুনঃ চাকরির নামে MLA’র প্রতারণা, দ্রুত বিচার চেয়ে মমতাকে চিঠি অশোক ভট্টাচার্যর।

বামপক্ষে বিপ্লবের আধুনিক সুর, হাট-বাজার বা চায়ের ঠেক পেরিয়ে টুম্পা এবার দেওয়াল লিখনে। একদিকে যখন ২৮শে ফেব্রুয়ারী ব্রিগেডের সমর্থনে সিপিআইএম’র বাজার মিটিংয়ের পরে টুম্পা বাজছে ৩০ নম্বর ওয়ার্ডের জজ বাবুর বাজারে। তখন আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ দেওয়ালে ফুটিয়ে তুলছে টুম্পাকে। বক্তব্য একটাই, “তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা।” সোশ্যাল মিডিয়ার ওয়ালে ঘুরছে, “যে টুম্পার জ্বলছে পেট / ঘুষ না দেওয়ায় পায়নি টেট/ সেই টুম্পা দিচ্ছে ডাক / সব টুম্পা ব্রিগেড যাক!” আর এই সুরে একাধিক জায়গায় নতুন ভাবে হাল ফিরছে বামেদের।

৩৪ বছর শাসনের পর বামেরা বাংলায় বিরোধী দল হিসেবে ছিল। গত লোকসভা ভোটের পর তাঁদের সেই জায়গা নিয়েছে বিজেপি। রাজ্যের আরও অনেক জায়গার মতই এক্সময়ে দাপিয়ে ব্যাটিং করার পর গত কয়েক বছরে সকাল থেকে বিকেল কখনই সেভাবে উড়তে দেখা যায়নি লাল পতাকাকে। এমনিত্নিতেলকে চেনে সন্ত্রাস কবলিত কেশপুর বলে। তবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ১ লাখ ১ হাজার ভোটে তৃণমূলের শিউলি সাহা জেতার পর বামেরা আর সেভাবে খাতা খুলতে পারেনি। উল্টে পুরন পাতাও বন্ধ হয়েছে একে একে। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল প্রার্থী দীপক অধিকারীকে ৯২ হাজারের বেশি ভোটে লিড দিয়েছে কেশপুর।

যতবার কেউ গেছেন বামেদের পার্টি অফিসে, কন অলিখিত কারণে নিজেদের ঘরেই ঢুকতে পারেননি তাঁরা। কিন্তু মানুষ লড়াইয়ে বাঁচে। বেকারত্ব, জ্বালা, ধর্মীয় মেরুকরণ সবকিছু নিয়ে জেরবার জীবনে গত কয়েকমাসে ধীরে ধীরে তালা খুলছে পার্টি অফিসের। উড়ছে লাল পতাকা। আর মানুষ ছন্দে বাঁচে আরও বেশি ভাবে, এবার টুম্পা সোনা গানে লাল পতাকা উড়িয়ে মিছিল বেরল সেই কেশ পুরেই। বাম কংগ্রেস জোতের মিছিলে ছিলেন বহু মানুষ।

এদিনের কেশপুরের মিছিলে উপস্থিত ছিলেন CPIM-এর জেলা সম্পাদক তরুণ রায়, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, প্রাক্তন বিধায়ক রামেশ্বর দলুই সহ একাধিক নেতা। মিছিলে ‘টুম্পা সোনা’র সুরর নিয়ে বিজেপির নেতারা বলছেন প্রতিক্রিয়া, ‘বামফ্রন্ট তাদের নীতি আদর্শ সবই বিসর্জন দিয়েছে। কংগ্রেস তো আগেই সে কাজ সাঙ্গ করে ফেলেছিল। এখন দুই দল এক হয়েছে। তাদের মুখেই এই সব গান মানায়।’

ছন্দে বাঁচে মানুষ! বামপক্ষে বিপ্লবের আধুনিক সুর, যদিও সিপিআইএম খাতা-কলমে এই গানের দায়ভার স্বীকার করেনি। তবে সূর্যকান্ত মিশ্র তার নিজের ফেসবুক, টুইটার অ্যাকাউন্টে গানটা প্রচার করেছেন। সুজন চক্রবর্তী গান নিয়ে অনেক কথা বলেছেন। শেয়ার করেছেন শতরূপ সহ প্রায় সব বাম নেতৃত্বই। তাছাড়াও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মহম্মদ সেলিম। তবে নিন্দা যে একেবারে হয়নি তা কিন্তু নয়। কয়েকজন নেতার খুব মুখ ভার হয়েছে। শেষ পর্যন্ত ব্রিগেড ভরাতে টুম্পা!! যদিও দমছেন না বাম কর্মীরা। একটা গানের প্যারোডি বামেদের এনে দিয়েছে লড়াইতে। সবথেকে বড় কথা তাত্বিক বাম মানসিকতা ছেড়ে সূর্যকান্ত মিশ্র রা যখন এই প্যারোডি শেয়ার করে শিলমোহর দিয়েছেন যৌবনের দূতদের তখনই সব টিভি চ্যানেল, খবরের কাগজে ব্রাত্য বাম ফিরে এসেছে টাইমলাইনে। আর ফিরে আসছে হাজার হাজার কর্মী সমর্থক। শূন্য পার্টি অফিসের সামনে উড়ছে লাল পতাকা।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...