নজরবন্দি ব্যুরো: এগরা-বজবজ-মালদহ! একের পর এক বাজি বিস্ফোরণের ঘটনায় পঞ্চায়তের আগেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! প্রাণ গিয়েছে অনেকের। কিন্তু এর আগে একাধিকবার বাজি নিয়ে একাধিক সতর্ক করা হয়েছিল। কিভাবে পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া এই ভাবে নিষিদ্ধ বাজির কারবার কিভাবে চলছে? বারংবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে! এবার এই প্রশ্নের মুখে পরেই ইতিমধ্যেই নবান্নর তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারিও করা হয়েছে।
আরও পড়ুন: Anuradha Parwal: অরিজিতের গানের সমালোচনা! বিতর্কে পরে অবশেষে মুখ খুললেন অনুরাধা
আর নবান্নের নির্দেশিকা মেনেই তৎপর হয়ে জেলায়-জেলায় চলছে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। আর সেই তৎপরতায় এবার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় বিপুল পরিমাণে বাজি সহ ১ জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকে ৩০০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাজি ব্যবসায়ী টিঙ্কু মজুমদার। পাশাপাশি আগামী দিনেও এই ধরপাকড় চলবে বলেই জানাচ্ছে পুলিশ।

অন্যদিকে, সোমবার বিকেলে দত্তপুকুর থানার নীলগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। জানা যাচ্ছে, পুলিশের কাছে খবর ছিল যে দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ ইছাপুর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়ার ইবাদত মণ্ডলের গুদামে বিপুল পরিমাণ শব্দবাজি মজুত রয়েছে। সেই খবর পাওয়া মাত্রই সন্ধেয় বিশাল পুলিশবাহিনী তার গুদামে হানা দেয়। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া শব্দবাজির পরিমাণ প্রায় দশ টন। পাশাপাশি এই ঘটনায় আরও একজন জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর পঞ্চায়তেরে আগেই উত্তপ্ত রাজ্য! একের পর এক ঘটনায় শোরগোল ছড়িয়েছে! এগরা, বজবজের পর এবার মালদহে বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও শেষ পাওয়া খবর অনুযায়ী, পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে।