নজরবন্দি ব্যুরোঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে ভারত।
আরও পড়ুনঃ বাংলার হয়ে আর খেলতে চান না অপমানিত ঋদ্ধিমান, তোলপাড় CAB-র অন্দরে
এই দুই সিরিজেই মূল দলের ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া । আর তার মধ্যেই নতুন খবর সব ঠিক থাকলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই রাহুল দ্রাবিড়ের বদলে কোচ হতে পারেন এনসিএ প্রধান।
বোর্ড সূত্রের খবর, ঠাঁসা ক্রীড়াসূচির কথা ভেবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে হেড কোচ রাহুল দ্রাবিড়কে । সেক্ষেত্রে ওই সিরিজে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে ভাবা হচ্ছে লক্ষ্মণের নাম। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
সূচি অনুযায়ী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত। লক্ষ্মণ বর্তমানে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজে টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন লক্ষন!
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বার্মিংহাম টেস্টের আগে ২৪ জুন লেস্টারশায়ারের বিপক্ষে আমাদের একটা ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। রাহুল দ্রাবিড় এবং দল ১৫ অথবা ১৬ জুন ইংল্যান্ডে উড়ে যাবে। যার ফলে আমরা ভিভিএসকে (লক্ষ্মণ) বলবো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব নিতে।’