নজরবন্দি ব্যুরো: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব তৃণমূল থেকে বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ! বহিষ্কৃত নেতার দাবি, “মিথ্যে বলছে ইডি!” শুধু তাই নয়, আদালতে পেশ করার আগে ইডির বিরুদ্ধে তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ তুলেছেন কুন্তল ঘোষ!
আরও পড়ুন: Bayron Biswas: বড় বক্তব্য আমি দেব না, কাজে করে দেখাবো! পাল্টা খোঁচা বাইরনের
প্রসঙ্গত, এর আগেও বহুবার কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ! শুধু তাই নয়, সংশোধনাগারে বিচারাধীন বন্দি থাকার সময় কুন্তল ঘোষ অভিযোগ করে জানান, ইডি-সিবিআই তাঁর উপর চাপ সৃষ্টি করছে। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁর উপরে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন কুন্তল। এরপরে এই মামলা সুপ্রিম কোর্ট অবধিও পৌঁছায়। যদিও সেই মামলায় রক্ষা কবচ পাননি অভিষেক। যার দরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবও করে সিবিআই।

সূত্রের খবর, শুক্রবার আদালতে পেশ করার সময় তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ ফের একবার ইডির বিরুদ্ধে সরব হন। এদিন সংবাদমাধ্যমের সামনে কুন্তল বলেন, “ইডি মিথ্যা কথা বলছে। তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি। ইডিকে আমি চ্যালেঞ্জ করছি। যদি ইডির ক্ষমতা থাকে, তাহলে আমার স্টেটমেন্টটা আদালতে পেশ করে দেখাক।”
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল আবার কখন অয়ন শীল! সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!