নজরবন্দি ব্যুরো: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এক সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগে উত্তাল পরিস্থিতি। অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত থেকেই দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। সেই ঘটনায় এবার শুভেন্দুর গ্রেফতারি চেয়ে সরব কুণাল ঘোষ।
আরও পড়ুনঃ Mamata Banerjee: ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা, সামশেরগঞ্জ ঘুরে ঘোষণা মমতার
গতকালের ঘটনার পরেই শুভেন্দুর গ্রেফতারি চেয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক। ট্যুইট করে কুণাল জানিয়েছেন, “শুভেন্দুর দ্রুতগতির কনভয় এই যুবককে হত্যা করে পালিয়েছে। দাঁড়িয়ে উদ্ধারকাজের মানবিকতাও দেখায়নি। ওর কনভয়ের বেপরোয়া গতি নিয়ে আগেও এলাকায় বিক্ষোভ হয়েছে। উদ্ধত শুভেন্দু গুরুত্ব দেয়নি। আসানসোলেও একটি অঘটন ঘটিয়ে পালিয়েছিল”। এবার শুভেন্দুর গ্রেফতারি চেয়ে সরব কুণাল ঘোষ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দকুমার এলাকা। ভৈরবপুরের বাসিন্দা বছর তেত্রিশের শেখ ইসরাফিলের মৃত্যুর পরেই জাতীয় সড়কের ওপর অবরোধে নামে আম জনতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে ঘটেছে ঘতনাটি। রাস্তা পারা করার সময়ে শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, ধাক্কা মারার পর গাড়িট আর দাঁড়ায়নি। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত ঘোষণা করা হয়।
শুভেন্দুর দ্রুতগতির কনভয় এই যুবককে হত্যা করে পালিয়েছে। দাঁড়িয়ে উদ্ধারকাজের মানবিকতাও দেখায়নি। ওর কনভয়ের বেপরোয়া গতি নিয়ে আগেও এলাকায় বিক্ষোভ হয়েছে। উদ্ধত শুভেন্দু গুরুত্ব দেয়নি। আসানসোলেও একটি অঘটন ঘটিয়ে পালিয়েছিল। ফেরার আসামী শুভেন্দুর গ্রেপ্তার চাই। pic.twitter.com/xyV9jkJRqO
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 5, 2023
শুভেন্দুর গ্রেফতারি চেয়ে সরব কুণাল,গতকাল স্থানীয়দের অবরধের পর সুর চড়াচ্ছে তৃণমূল
গতকাল রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষমেশ রাত সাড়ে ১২টা নাগাদ ওঠে অবরোধ। যার জেরে প্রবল যানজট তৈরি হয় এলাকায়। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় দীঘাগামী গাড়িগুলিকে। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিরোধী দলনেতা।